রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ৯ নং ময়েনপুর ইউনিয়নের শুকুরেরহাট(পশ্চিম গেনার পাড়া) ৬ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে মিঠাপুকুর থানা পুলিশ কতৃক আরেক শিশুকে আটক করেছ আটককৃত শিশু মিঠাপুকুর থানাধীন ৯ নং ময়েনপুর ইউনিয়নের শুকুরেরহাট(পশ্চিম গেনার পাড়া)গ্রামের ওয়ারেছ মিয়ার ছেলে। শিশু (ভিকটিম) একই ইউনিয়নের বাসিন্দা।
মিঠাপুকুর থানা পুলিশ ও স্থানীয় জনগণের বরাতে জানা যায়, মঙ্গলবার বিকালে শিশু তার নিজ বাড়ীতে ছিলেন সেই সুবাদে ওয়ারেছ মিয়ার ছেলে শু-কৌশলে শিশুটি ছদ্মনাম (জরিনা) কে আম বাগানের মধ্যে ডেকে নিয়ে ধর্ষণ করেন। এতে উক্ত ৬ বছর বয়সী শিশুটির রক্তক্ষরণ হলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় পরিবারের লোকজন আহত শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
এই শিশু ধর্ষণের বিষয়টি মিঠাপুকুর থানার অফিসাস ইনচার্জের মোঃ ফেরদৌস ওয়াহিদে সোর্স ও বিভিন্ন মাধ্যম দিয়ে দৃষ্টিগোচর হলে তার দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক(তদন্ত)মোঃ নূর আলম সিদ্দিক এর নেতৃত্বে এসআই(নিঃ)ডালিম কুমার রায়, এসআই(নিঃ) মোঃ রমজান আলী, এএসআই(নিঃ) মোঃ মশিউর রহমান, এএসআই(নিঃ) মোঃ বিজু মিয়া সঙ্গীয় ফোর্সসহ ১৪/০৫/২৪ তারিখ রাত্রী অনুমান ০৮:৫৫ ঘটিকায় সংঘাতে জড়িত শিশুকে নিজ বাসা হতে আটক করা হয়।
এ বিষয়ে মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফেরদৌস ওয়াহিদ বলেন, সংঘাতে জড়িত শিশুকে আটক করা হয়েছে। ভিকটিম শিশুটি কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।মিঠাপুকুর থানাশ একটি নিয়মিত মামলা হয়েছে বিজ্ঞ আদালতের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।