ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দাউদকান্দি উপজেলা নবাগত ইউএন ও এসিল্যান্ড ভূমি ও পৌর প্রশাসক মো: জিয়াউর রহমান কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় ভোলায় আজকের পত্রিকার পাঠক বন্ধুর উদ্যোগে মাদক বিরোধী র‌্যালি,সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত নতুন ব্রিজ এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার মুখে পড়েছে পথচারী জমির দলিলের প্রলোভানা দিয়ে গ্রাম পুলিশের নির্দেশে সোনিয়া আক্তার নামে এক নারীকে নির্যাতন করে আমরা আর কোনো অবিচার চাই না’ ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালককে বদলি জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রংপুরে বিক্ষোভ রিমান্ডে যেসব চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক ২ আইজিপি বেতন বৃদ্ধির দাবিতে ফের উত্তাল আশুলিয়া, বন্ধ ৫২ কারখানা ট্রাইব্যুনালে প্রথমবার হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগ

তাসকিনদের ম্যাচ দিয়ে শুরু জিম আফ্রো টি-টেন

জিম সাইবার-সিটি জিম আফ্রো টি-টেনের প্রথম আসরের বহুল কাঙ্ক্ষিত সূচি প্রকাশিত হয়েছে। এই টুর্নামেন্টে বাংলাদেশ থেকে দল পেয়েছেন মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ।

প্রথম ম্যাচেই তাসকিনের দল বুলাওয়ে ব্রেভস মুখোমুখি হবে ইরফান পাঠানের হারারে হারিকেন্সের।  

জিম-আফ্রোতে অংশ নেওয়া ৫টি ফ্র্যাঞ্চাইজি হলো হারারে হ্যারিকেন্স, কেপটাউন স্যাম্প আর্মি, বুলাওয়ে ব্রেভস ও জোবার্গ লায়নস। মুশফিক মাঠ মাতাবেন জোবার্গ লায়নসে। ২০ জুলাই শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের পর্দা নামবে ২৯ জুলাই। সবগুলো ম্যাচই আয়োজিত হবে জিম্বাবুয়ের রাজধানী হারারেতে।

ম্যাচ শুরুর আগে হবে জাঁকজমপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান। ঘণ্টাব্যাপী অনুষ্ঠানের পর সন্ধ্যা ৭টায় তাসকিন-ইরফানের লড়াই দিয়ে শুরু হবে জিম-আফ্রো টি-টেন। পরে টানা তিন দিন ৯টি খেলা অনুষ্ঠিত হবে। প্রথমটি শুরু হবে বিকেল ৩টায়, দ্বিতীয়টি বিকেল ৫টায় ও শেষটি হবে সন্ধ্যা ৭টায়। ২৪ ও ২৭ জুলাই ছাড়া আরও ৩দিন মাঠে গড়াবে ৩টি করে ম্যাচে। ২৪-২৭ জুলাই হবে ২টি।  ২৮ জুলাই থেকে শুরু হবে কোয়ালিফায়ার-এলিমেনেটেরের খেলা। ফাইনালের পর জমকালো সমাপনী অনুষ্ঠান রাখা হয়েছে।

সূচি নিয়ে জিম্বাবুয়ে ক্রিকেটের ম্যানেজিং ডিরেক্টর গিভমোর ম্যাকোনি খুবই উচ্ছ্বসিত, ‘জিম সাইবার সিটি জিম আফ্রো টি-টেনের  সময়সূচী ঘোষণা দেশে উত্তেজনার মাত্রা বাড়িয়েছে। প্রথম বলটি দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না। এটি একটি দুর্দান্ত টুর্নামেন্ট হবে এবং আমি নিশ্চিত জিম্বাবুয়ের মানুষ খোলামনে উচ্ছমানের ক্রিকেটকে উন্মুক্ত মনে স্বাগত জানাবে। ’

টি-টেনের প্রতিষ্ঠাতা নওয়াব শাহজি উল-মুলক বলেন,  ‘আমরা এই সময়সূচী ঘোষণার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, কারণ এটি আমাদের একটি যুগান্তকারী মুহূর্তে উপহার দেবে। টি-টেন যাত্রার গতি এবং বিনোদিত করা অব্যাহত রেখেছে। আমরা হারারে জিম সাইবার সিটি জিম আফ্রো টি-টেন টুর্নামেন্টে একই রকম আশা করি’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দাউদকান্দি উপজেলা নবাগত ইউএন ও এসিল্যান্ড ভূমি ও পৌর প্রশাসক মো: জিয়াউর রহমান কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময়

তাসকিনদের ম্যাচ দিয়ে শুরু জিম আফ্রো টি-টেন

আপডেট সময় ০১:৩৮:২৫ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩

জিম সাইবার-সিটি জিম আফ্রো টি-টেনের প্রথম আসরের বহুল কাঙ্ক্ষিত সূচি প্রকাশিত হয়েছে। এই টুর্নামেন্টে বাংলাদেশ থেকে দল পেয়েছেন মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ।

প্রথম ম্যাচেই তাসকিনের দল বুলাওয়ে ব্রেভস মুখোমুখি হবে ইরফান পাঠানের হারারে হারিকেন্সের।  

জিম-আফ্রোতে অংশ নেওয়া ৫টি ফ্র্যাঞ্চাইজি হলো হারারে হ্যারিকেন্স, কেপটাউন স্যাম্প আর্মি, বুলাওয়ে ব্রেভস ও জোবার্গ লায়নস। মুশফিক মাঠ মাতাবেন জোবার্গ লায়নসে। ২০ জুলাই শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের পর্দা নামবে ২৯ জুলাই। সবগুলো ম্যাচই আয়োজিত হবে জিম্বাবুয়ের রাজধানী হারারেতে।

ম্যাচ শুরুর আগে হবে জাঁকজমপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান। ঘণ্টাব্যাপী অনুষ্ঠানের পর সন্ধ্যা ৭টায় তাসকিন-ইরফানের লড়াই দিয়ে শুরু হবে জিম-আফ্রো টি-টেন। পরে টানা তিন দিন ৯টি খেলা অনুষ্ঠিত হবে। প্রথমটি শুরু হবে বিকেল ৩টায়, দ্বিতীয়টি বিকেল ৫টায় ও শেষটি হবে সন্ধ্যা ৭টায়। ২৪ ও ২৭ জুলাই ছাড়া আরও ৩দিন মাঠে গড়াবে ৩টি করে ম্যাচে। ২৪-২৭ জুলাই হবে ২টি।  ২৮ জুলাই থেকে শুরু হবে কোয়ালিফায়ার-এলিমেনেটেরের খেলা। ফাইনালের পর জমকালো সমাপনী অনুষ্ঠান রাখা হয়েছে।

সূচি নিয়ে জিম্বাবুয়ে ক্রিকেটের ম্যানেজিং ডিরেক্টর গিভমোর ম্যাকোনি খুবই উচ্ছ্বসিত, ‘জিম সাইবার সিটি জিম আফ্রো টি-টেনের  সময়সূচী ঘোষণা দেশে উত্তেজনার মাত্রা বাড়িয়েছে। প্রথম বলটি দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না। এটি একটি দুর্দান্ত টুর্নামেন্ট হবে এবং আমি নিশ্চিত জিম্বাবুয়ের মানুষ খোলামনে উচ্ছমানের ক্রিকেটকে উন্মুক্ত মনে স্বাগত জানাবে। ’

টি-টেনের প্রতিষ্ঠাতা নওয়াব শাহজি উল-মুলক বলেন,  ‘আমরা এই সময়সূচী ঘোষণার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, কারণ এটি আমাদের একটি যুগান্তকারী মুহূর্তে উপহার দেবে। টি-টেন যাত্রার গতি এবং বিনোদিত করা অব্যাহত রেখেছে। আমরা হারারে জিম সাইবার সিটি জিম আফ্রো টি-টেন টুর্নামেন্টে একই রকম আশা করি’