ঢাকা ০১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ১৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ধানমন্ডিতে জালনোট প্রস্তুতকারী চক্রের মূলহোতা মাজেদুলসহ আটক-৩ জালনোট জব্দ

রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে সংঘবদ্ধ জালনোট প্রস্তুতকারী চক্রের মূলহোতা মাজেদুলসহ তিন জনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমান জালনোট জব্দ করে র‌্যাব-৩।

র‌্যাব জানিয়েছে, গ্রেফতারকৃতরা হলেন, ঝিনাইদহ জেলার কোর্ট চাঁদপুর থানার বিদ্যাধরপুর গ্রামের মোঃ আনোয়ার হোসেনের পুত্র জালনোট প্রস্তুতকারী চক্রের মূলহোতা মাজেদুল ইসলাম (২৩), টাঙ্গাইল জেলার মধুপুর থানার শটিবাড়ী গ্রামের মোঃ সায়েদ আলীর পুত্র আরিফ হোসেন (২৩) ও লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার ছোট রশিদপুর গ্রামের মাসুদ আলমের পুত্র শাহদত হোসেন (২৩)।

আজ রোববার দুপুরে র‌্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার স্টাফ অফিসার (মিডিয়া) ফারজানা হক জাল নোটসহ তিনজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

ফারজানা হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি দল গতকাল শনিবার সন্ধা সাড়ে ৬ টায় ধানমন্ডি এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে জাল টাকা প্রস্ততকারী চক্রের মূলহোতা মাজেদুলসহ তিন জনকে হাতে নাতে আটক করতে সক্ষম হয়।

তিনি আরো জানান, এসময় তাদের নিকট থেকে ১ টি মোটরসাইকেল, ২০০ টাকার ২ টি ও ১০০ টাকার ৫২ টি জালনোট সহ মোট ৫ হাজার ৬০০ টাকা পাওয়া যায়।

র‌্যাব বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামিগণ তাদের কৃতকর্মের বিষয়টি র‌্যাবের কাছে স্বীকার করেছে। তারা দীর্ঘদিন যাবৎ জালনোট প্রস্তুত করে অন্যদের যোগসাজসে দেশের বিভিন্ন এলাকায় ক্রয় বিক্রয় করে আসছিল।

র‌্যাবের এ কর্মকর্তা জানান, এদের মধ্যে সাজেদুল সংঘবদ্ধ জালনোট প্রস্তুতকারী চক্রের মূলহোতা। তার দলে একাধিক সিন্ডিকেট রয়েছে। তাদের চক্রটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে বাংলাদেশী বিভিন্ন মূল্যমানের টাকার জালনোট প্রস্তুত করে এবং তা প্রতারনামূলকভাবে সাধারণ মানুষ ও বিভিন্ন ব্যবসায়ীদের নিকট জালনোট প্রদানের মাধ্যমে মালামাল ক্রয়সহ বিভিন্ন লেনদেন করে আসছিল।

আটককৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে জানান স্টাফ অফিসার ফারজানা হক।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

ধানমন্ডিতে জালনোট প্রস্তুতকারী চক্রের মূলহোতা মাজেদুলসহ আটক-৩ জালনোট জব্দ

আপডেট সময় ০৮:১৭:২০ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩

রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে সংঘবদ্ধ জালনোট প্রস্তুতকারী চক্রের মূলহোতা মাজেদুলসহ তিন জনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমান জালনোট জব্দ করে র‌্যাব-৩।

র‌্যাব জানিয়েছে, গ্রেফতারকৃতরা হলেন, ঝিনাইদহ জেলার কোর্ট চাঁদপুর থানার বিদ্যাধরপুর গ্রামের মোঃ আনোয়ার হোসেনের পুত্র জালনোট প্রস্তুতকারী চক্রের মূলহোতা মাজেদুল ইসলাম (২৩), টাঙ্গাইল জেলার মধুপুর থানার শটিবাড়ী গ্রামের মোঃ সায়েদ আলীর পুত্র আরিফ হোসেন (২৩) ও লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার ছোট রশিদপুর গ্রামের মাসুদ আলমের পুত্র শাহদত হোসেন (২৩)।

আজ রোববার দুপুরে র‌্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার স্টাফ অফিসার (মিডিয়া) ফারজানা হক জাল নোটসহ তিনজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

ফারজানা হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি দল গতকাল শনিবার সন্ধা সাড়ে ৬ টায় ধানমন্ডি এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে জাল টাকা প্রস্ততকারী চক্রের মূলহোতা মাজেদুলসহ তিন জনকে হাতে নাতে আটক করতে সক্ষম হয়।

তিনি আরো জানান, এসময় তাদের নিকট থেকে ১ টি মোটরসাইকেল, ২০০ টাকার ২ টি ও ১০০ টাকার ৫২ টি জালনোট সহ মোট ৫ হাজার ৬০০ টাকা পাওয়া যায়।

র‌্যাব বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামিগণ তাদের কৃতকর্মের বিষয়টি র‌্যাবের কাছে স্বীকার করেছে। তারা দীর্ঘদিন যাবৎ জালনোট প্রস্তুত করে অন্যদের যোগসাজসে দেশের বিভিন্ন এলাকায় ক্রয় বিক্রয় করে আসছিল।

র‌্যাবের এ কর্মকর্তা জানান, এদের মধ্যে সাজেদুল সংঘবদ্ধ জালনোট প্রস্তুতকারী চক্রের মূলহোতা। তার দলে একাধিক সিন্ডিকেট রয়েছে। তাদের চক্রটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে বাংলাদেশী বিভিন্ন মূল্যমানের টাকার জালনোট প্রস্তুত করে এবং তা প্রতারনামূলকভাবে সাধারণ মানুষ ও বিভিন্ন ব্যবসায়ীদের নিকট জালনোট প্রদানের মাধ্যমে মালামাল ক্রয়সহ বিভিন্ন লেনদেন করে আসছিল।

আটককৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে জানান স্টাফ অফিসার ফারজানা হক।