ঢাকা ০১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ১৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

হাতিরপুলে বিদ্যুৎস্পর্শে দোকান কর্মচারী নিহত

রাজধানীর নিউমার্কেট থানার হাতিরপুল এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দোকান কর্মচারী নিহত হয়েছেন। এছাড়া এঘটনায় আহত হয়েছেন দোকানের কর্মচারী আলতাফ হোসেন (৫১)।

পুলিশের বক্তব্য অনুযায়ি, নিহতের নাম মো: আবুল হাসান ওরফে আবুল হাশেম হাওলাদার (৪৮)। সে পটুয়াখালী জেলার বাউফল থানার নাজিরপুর গ্রামের আব্দুর রহমান হাওলাদারের পুত্র। বর্তমানে হাতিরপুলে ‘রিপন এন্টার প্রাইজ’ নামে বালু-সিমেন্টের দোকানের ম্যানেজারের দায়িত্বে পালন করছিলেন।

আজ দুপুরে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে কর্মচারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে নিউমার্কেট থানার হাতিরপুল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্বার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর তাকে বেলা সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

এদিকে, আহত আলতাব হোসেন ও নিহতের সহকর্মী আলমগীর হোসেন জানান, রোববার সকালে নিউমার্কেট থানার হাতিরপুল এলাকায় ‘রিপন এন্টার প্রাইজ’ নামে বালু-সিমেন্টের দোকানের বৃষ্টি হলেই টিনসেড দোকানটির চাল দিয়ে পানি পড়ে। সেজন্য সকালে সিমেন্ট-বালু গুলিয়ে হাশেম নিজেই টিনের চালের ওপর উঠেন টিনের ছিদ্র বন্ধ করতে। বেশ কিছুক্ষণ সময় পার হয়ে গেলেও তিনি নিচে নেমে না আসায় আলতাফ হোসেনও চালের ওপর উঠার চেষ্টা করেন। তখন তিনিও বিদ্যুতায়িত হয়ে সেখান থেকে পড়ে অচেতন হয়ে যান। পরবর্তীতে আশপাশের দোকানদাররা মিলে হাশেমকে চালের ওপর থেকে নিচে নামান। পরে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মো: বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহটি ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

 

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

হাতিরপুলে বিদ্যুৎস্পর্শে দোকান কর্মচারী নিহত

আপডেট সময় ০৩:০২:০৩ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩

রাজধানীর নিউমার্কেট থানার হাতিরপুল এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দোকান কর্মচারী নিহত হয়েছেন। এছাড়া এঘটনায় আহত হয়েছেন দোকানের কর্মচারী আলতাফ হোসেন (৫১)।

পুলিশের বক্তব্য অনুযায়ি, নিহতের নাম মো: আবুল হাসান ওরফে আবুল হাশেম হাওলাদার (৪৮)। সে পটুয়াখালী জেলার বাউফল থানার নাজিরপুর গ্রামের আব্দুর রহমান হাওলাদারের পুত্র। বর্তমানে হাতিরপুলে ‘রিপন এন্টার প্রাইজ’ নামে বালু-সিমেন্টের দোকানের ম্যানেজারের দায়িত্বে পালন করছিলেন।

আজ দুপুরে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে কর্মচারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে নিউমার্কেট থানার হাতিরপুল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্বার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর তাকে বেলা সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

এদিকে, আহত আলতাব হোসেন ও নিহতের সহকর্মী আলমগীর হোসেন জানান, রোববার সকালে নিউমার্কেট থানার হাতিরপুল এলাকায় ‘রিপন এন্টার প্রাইজ’ নামে বালু-সিমেন্টের দোকানের বৃষ্টি হলেই টিনসেড দোকানটির চাল দিয়ে পানি পড়ে। সেজন্য সকালে সিমেন্ট-বালু গুলিয়ে হাশেম নিজেই টিনের চালের ওপর উঠেন টিনের ছিদ্র বন্ধ করতে। বেশ কিছুক্ষণ সময় পার হয়ে গেলেও তিনি নিচে নেমে না আসায় আলতাফ হোসেনও চালের ওপর উঠার চেষ্টা করেন। তখন তিনিও বিদ্যুতায়িত হয়ে সেখান থেকে পড়ে অচেতন হয়ে যান। পরবর্তীতে আশপাশের দোকানদাররা মিলে হাশেমকে চালের ওপর থেকে নিচে নামান। পরে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মো: বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহটি ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।