ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভোলায় আজকের পত্রিকার পাঠক বন্ধুর উদ্যোগে মাদক বিরোধী র‌্যালি,সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত নতুন ব্রিজ এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার মুখে পড়েছে পথচারী জমির দলিলের প্রলোভানা দিয়ে গ্রাম পুলিশের নির্দেশে সোনিয়া আক্তার নামে এক নারীকে নির্যাতন করে আমরা আর কোনো অবিচার চাই না’ ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালককে বদলি জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রংপুরে বিক্ষোভ রিমান্ডে যেসব চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক ২ আইজিপি বেতন বৃদ্ধির দাবিতে ফের উত্তাল আশুলিয়া, বন্ধ ৫২ কারখানা ট্রাইব্যুনালে প্রথমবার হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগ আগামী মাসেই বাংলাদেশের সঙ্গে বিদ্যুৎ চুক্তি করতে চায় নেপাল

অনুশীলনে তামিম, অপেক্ষায় ম‌্যানেজমেন্ট!

জাতীয় দলের অনুশীলনের তখনো ঘণ্টা পেরোয়ানি। ইনডোরের নেট সেশন শেষে তামিম ইকবাল ফিজিও মোজাদ্দেদ আলফা সানির সঙ্গে যাচ্ছিলেন ড্রেসিংরুমের দিকে। কোমরের ব্যথায় ভোগা তামিম অনুশীলনের শেষ দিনও ছিলেন আতসী কাচের নিচে।

তামিমের ড্রেসিংরুমে ফেরার কিছুক্ষণ আগেই সংবাদ সম্মেলনে তাকে নিয়ে কথা বলেছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তাকে নিয়ে কেবল আশার কথাই শুনিয়েছেন হাথুরুসিংহে।

‘আমার মনে হয় সে অনুশীলন করতে যাচ্ছে। আমরা দেখবো সে কেমন অনুভব করে। সে এক দিন আগেও অনুশীলন করেছে তখন সে কয়েকটি ক্ষেত্রে, ব্যাটিং-ফিল্ডিংয়ে অস্বস্তি অনুভব করেছে। তাই আজ সে আবার অনুশীলন করবে এবং অনুশীলনের পর তাকে পর্যবেক্ষণ করা হবে।’

অনুশীলনে আজ আগের থেকে স্বস্তি নিয়ে ব‌্যাটিং করেছেন তামিম। মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে সকালে ইনডোরের আউটারে যান। সেখানেই চলে তার ব‌্যাটিং প্রস্তুতি। নেটে ত্রিশ মিনিটের মতো ব‌্যাটিং করেন বাঁহাতি ব‌্যাটসম‌্যান। স্বাচ্ছন্দ‌্য নিয়ে খেলেছেন শট। তবে ফ্রন্ট ফুটে সতেজ থাকলেও ব‌্যাকফুটে ছিল জড়তা। পিঠের চোটের কারণেই যে সমস‌্যা হচ্ছে তা বলতে দ্বিধা নেই।

এরপর ড্রেসিংরুমে বিশ্রাম শেষে ফিল্ডিং অনুশীলনে নামেন তামিম। ফিল্ডিং কোচ শেন ম‌্যাকডরমেটকে নিয়ে চলে তার গ্রাউন্ড ফিল্ডিং ও ক‌্যাচ অনুশীলন। সেখানেও বেশি জোর দেননি। বল থ্রো করেছেন কোনো রকম জোর ছাড়া। হাই ক‌্যাচ নিয়েছেন একেবারেই নাগলের মধ‌্যে।

এর আগে গত শনিবার অনুশীলনের সময় বারবার কোমরে-পিঠে হাত দিতে দেখা যায় তামিমকে। ফিল্ডিং-ব্যাটিং অনুশীলনের ফাঁকে বারবার বসেও পড়েছিলেন তিনি। তবে আগের দিনের তুলনায় অনুশীলনের শেষ দিন কিছুটা স্বস্তি দেখা গেছে তার মধ্যে। তবে টেস্ট ম্যাচ খেলার জন্য পর্যান্ত ফিট কিনা সেটি বোঝা যাবে পর্যবেক্ষণে।

তামিম না খেললে একমাত্র টেস্টে ওপেনিংয়ে দেখা যাবে মাহমুদুল হাসান জয়-জাকির হাসানকে। দুজনকে নিয়ে এর আগে বেশ গুরুত্বসহকারে অনুশীলন সেশন করেছেন প্রধান কোচ।

আগামীকাল ১৪ জুন মিরপুর শের-ই-বাংলায় একমাত্র টেস্টে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভোলায় আজকের পত্রিকার পাঠক বন্ধুর উদ্যোগে মাদক বিরোধী র‌্যালি,সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

অনুশীলনে তামিম, অপেক্ষায় ম‌্যানেজমেন্ট!

আপডেট সময় ০২:২৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩

জাতীয় দলের অনুশীলনের তখনো ঘণ্টা পেরোয়ানি। ইনডোরের নেট সেশন শেষে তামিম ইকবাল ফিজিও মোজাদ্দেদ আলফা সানির সঙ্গে যাচ্ছিলেন ড্রেসিংরুমের দিকে। কোমরের ব্যথায় ভোগা তামিম অনুশীলনের শেষ দিনও ছিলেন আতসী কাচের নিচে।

তামিমের ড্রেসিংরুমে ফেরার কিছুক্ষণ আগেই সংবাদ সম্মেলনে তাকে নিয়ে কথা বলেছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তাকে নিয়ে কেবল আশার কথাই শুনিয়েছেন হাথুরুসিংহে।

‘আমার মনে হয় সে অনুশীলন করতে যাচ্ছে। আমরা দেখবো সে কেমন অনুভব করে। সে এক দিন আগেও অনুশীলন করেছে তখন সে কয়েকটি ক্ষেত্রে, ব্যাটিং-ফিল্ডিংয়ে অস্বস্তি অনুভব করেছে। তাই আজ সে আবার অনুশীলন করবে এবং অনুশীলনের পর তাকে পর্যবেক্ষণ করা হবে।’

অনুশীলনে আজ আগের থেকে স্বস্তি নিয়ে ব‌্যাটিং করেছেন তামিম। মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে সকালে ইনডোরের আউটারে যান। সেখানেই চলে তার ব‌্যাটিং প্রস্তুতি। নেটে ত্রিশ মিনিটের মতো ব‌্যাটিং করেন বাঁহাতি ব‌্যাটসম‌্যান। স্বাচ্ছন্দ‌্য নিয়ে খেলেছেন শট। তবে ফ্রন্ট ফুটে সতেজ থাকলেও ব‌্যাকফুটে ছিল জড়তা। পিঠের চোটের কারণেই যে সমস‌্যা হচ্ছে তা বলতে দ্বিধা নেই।

এরপর ড্রেসিংরুমে বিশ্রাম শেষে ফিল্ডিং অনুশীলনে নামেন তামিম। ফিল্ডিং কোচ শেন ম‌্যাকডরমেটকে নিয়ে চলে তার গ্রাউন্ড ফিল্ডিং ও ক‌্যাচ অনুশীলন। সেখানেও বেশি জোর দেননি। বল থ্রো করেছেন কোনো রকম জোর ছাড়া। হাই ক‌্যাচ নিয়েছেন একেবারেই নাগলের মধ‌্যে।

এর আগে গত শনিবার অনুশীলনের সময় বারবার কোমরে-পিঠে হাত দিতে দেখা যায় তামিমকে। ফিল্ডিং-ব্যাটিং অনুশীলনের ফাঁকে বারবার বসেও পড়েছিলেন তিনি। তবে আগের দিনের তুলনায় অনুশীলনের শেষ দিন কিছুটা স্বস্তি দেখা গেছে তার মধ্যে। তবে টেস্ট ম্যাচ খেলার জন্য পর্যান্ত ফিট কিনা সেটি বোঝা যাবে পর্যবেক্ষণে।

তামিম না খেললে একমাত্র টেস্টে ওপেনিংয়ে দেখা যাবে মাহমুদুল হাসান জয়-জাকির হাসানকে। দুজনকে নিয়ে এর আগে বেশ গুরুত্বসহকারে অনুশীলন সেশন করেছেন প্রধান কোচ।

আগামীকাল ১৪ জুন মিরপুর শের-ই-বাংলায় একমাত্র টেস্টে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।