ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দক্ষিণখানে পাষণ্ড স্বামী ও তার বন্ধুরা মিলে স্ত্রীকে ধর্ষণ! বিচারের আশায় ধর্ষিতা নারী কেন্দ্রীয় ব্যাংকে উত্তেজনার নেপথ্যে অভ্যন্তরীণ কোন্দল হাসিনার শাসনামল ছিল ইতিহাসের কলঙ্ক: যুবদল সভাপতি মোনায়েম মুন্না বোরহানউদ্দিন বিএনপির কেউ চাঁদাবাজি করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যাবস্হা নেয়া হবে: মাফরুজা সুলতানা পাঁচবিবির ইউএনও জেলা প্রশাসককে গাছের চারা উপহার মঠবাড়িয়ায় মুদি মনোহরী দোকান থেকে নগদ টাকা সহ মালামাল চুরির অভিযোগ রাজবাড়ী সদরের আলীপুরে একই সময় দুই স্বামীর সঙ্গে সংসার জান্নাতুলের, এলাকায় চাঞ্চল্য শেখ হাসিনার পতন ও বিতর্কিত ঠিকাদার শাহ আলমের সখ্যতার নতুন খেলা” গুলশানে বেদখল হাজার কোটি টাকার সম্পত্তি, জানা গেল বাড়িগুলোর নাম-ঠিকানা প্রয়োজন ছাড়া প্রকল্প তৈরি নাম করে হাতিয়ে নিচ্ছে লক্ষ কোটি টাকা রেলওয়ে পূর্বাঞ্চল কর্মকর্তারা।

অনুশীলনে তামিম, অপেক্ষায় ম‌্যানেজমেন্ট!

জাতীয় দলের অনুশীলনের তখনো ঘণ্টা পেরোয়ানি। ইনডোরের নেট সেশন শেষে তামিম ইকবাল ফিজিও মোজাদ্দেদ আলফা সানির সঙ্গে যাচ্ছিলেন ড্রেসিংরুমের দিকে। কোমরের ব্যথায় ভোগা তামিম অনুশীলনের শেষ দিনও ছিলেন আতসী কাচের নিচে।

তামিমের ড্রেসিংরুমে ফেরার কিছুক্ষণ আগেই সংবাদ সম্মেলনে তাকে নিয়ে কথা বলেছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তাকে নিয়ে কেবল আশার কথাই শুনিয়েছেন হাথুরুসিংহে।

‘আমার মনে হয় সে অনুশীলন করতে যাচ্ছে। আমরা দেখবো সে কেমন অনুভব করে। সে এক দিন আগেও অনুশীলন করেছে তখন সে কয়েকটি ক্ষেত্রে, ব্যাটিং-ফিল্ডিংয়ে অস্বস্তি অনুভব করেছে। তাই আজ সে আবার অনুশীলন করবে এবং অনুশীলনের পর তাকে পর্যবেক্ষণ করা হবে।’

অনুশীলনে আজ আগের থেকে স্বস্তি নিয়ে ব‌্যাটিং করেছেন তামিম। মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে সকালে ইনডোরের আউটারে যান। সেখানেই চলে তার ব‌্যাটিং প্রস্তুতি। নেটে ত্রিশ মিনিটের মতো ব‌্যাটিং করেন বাঁহাতি ব‌্যাটসম‌্যান। স্বাচ্ছন্দ‌্য নিয়ে খেলেছেন শট। তবে ফ্রন্ট ফুটে সতেজ থাকলেও ব‌্যাকফুটে ছিল জড়তা। পিঠের চোটের কারণেই যে সমস‌্যা হচ্ছে তা বলতে দ্বিধা নেই।

এরপর ড্রেসিংরুমে বিশ্রাম শেষে ফিল্ডিং অনুশীলনে নামেন তামিম। ফিল্ডিং কোচ শেন ম‌্যাকডরমেটকে নিয়ে চলে তার গ্রাউন্ড ফিল্ডিং ও ক‌্যাচ অনুশীলন। সেখানেও বেশি জোর দেননি। বল থ্রো করেছেন কোনো রকম জোর ছাড়া। হাই ক‌্যাচ নিয়েছেন একেবারেই নাগলের মধ‌্যে।

এর আগে গত শনিবার অনুশীলনের সময় বারবার কোমরে-পিঠে হাত দিতে দেখা যায় তামিমকে। ফিল্ডিং-ব্যাটিং অনুশীলনের ফাঁকে বারবার বসেও পড়েছিলেন তিনি। তবে আগের দিনের তুলনায় অনুশীলনের শেষ দিন কিছুটা স্বস্তি দেখা গেছে তার মধ্যে। তবে টেস্ট ম্যাচ খেলার জন্য পর্যান্ত ফিট কিনা সেটি বোঝা যাবে পর্যবেক্ষণে।

তামিম না খেললে একমাত্র টেস্টে ওপেনিংয়ে দেখা যাবে মাহমুদুল হাসান জয়-জাকির হাসানকে। দুজনকে নিয়ে এর আগে বেশ গুরুত্বসহকারে অনুশীলন সেশন করেছেন প্রধান কোচ।

আগামীকাল ১৪ জুন মিরপুর শের-ই-বাংলায় একমাত্র টেস্টে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দক্ষিণখানে পাষণ্ড স্বামী ও তার বন্ধুরা মিলে স্ত্রীকে ধর্ষণ! বিচারের আশায় ধর্ষিতা নারী

অনুশীলনে তামিম, অপেক্ষায় ম‌্যানেজমেন্ট!

আপডেট সময় ০২:২৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩

জাতীয় দলের অনুশীলনের তখনো ঘণ্টা পেরোয়ানি। ইনডোরের নেট সেশন শেষে তামিম ইকবাল ফিজিও মোজাদ্দেদ আলফা সানির সঙ্গে যাচ্ছিলেন ড্রেসিংরুমের দিকে। কোমরের ব্যথায় ভোগা তামিম অনুশীলনের শেষ দিনও ছিলেন আতসী কাচের নিচে।

তামিমের ড্রেসিংরুমে ফেরার কিছুক্ষণ আগেই সংবাদ সম্মেলনে তাকে নিয়ে কথা বলেছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তাকে নিয়ে কেবল আশার কথাই শুনিয়েছেন হাথুরুসিংহে।

‘আমার মনে হয় সে অনুশীলন করতে যাচ্ছে। আমরা দেখবো সে কেমন অনুভব করে। সে এক দিন আগেও অনুশীলন করেছে তখন সে কয়েকটি ক্ষেত্রে, ব্যাটিং-ফিল্ডিংয়ে অস্বস্তি অনুভব করেছে। তাই আজ সে আবার অনুশীলন করবে এবং অনুশীলনের পর তাকে পর্যবেক্ষণ করা হবে।’

অনুশীলনে আজ আগের থেকে স্বস্তি নিয়ে ব‌্যাটিং করেছেন তামিম। মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে সকালে ইনডোরের আউটারে যান। সেখানেই চলে তার ব‌্যাটিং প্রস্তুতি। নেটে ত্রিশ মিনিটের মতো ব‌্যাটিং করেন বাঁহাতি ব‌্যাটসম‌্যান। স্বাচ্ছন্দ‌্য নিয়ে খেলেছেন শট। তবে ফ্রন্ট ফুটে সতেজ থাকলেও ব‌্যাকফুটে ছিল জড়তা। পিঠের চোটের কারণেই যে সমস‌্যা হচ্ছে তা বলতে দ্বিধা নেই।

এরপর ড্রেসিংরুমে বিশ্রাম শেষে ফিল্ডিং অনুশীলনে নামেন তামিম। ফিল্ডিং কোচ শেন ম‌্যাকডরমেটকে নিয়ে চলে তার গ্রাউন্ড ফিল্ডিং ও ক‌্যাচ অনুশীলন। সেখানেও বেশি জোর দেননি। বল থ্রো করেছেন কোনো রকম জোর ছাড়া। হাই ক‌্যাচ নিয়েছেন একেবারেই নাগলের মধ‌্যে।

এর আগে গত শনিবার অনুশীলনের সময় বারবার কোমরে-পিঠে হাত দিতে দেখা যায় তামিমকে। ফিল্ডিং-ব্যাটিং অনুশীলনের ফাঁকে বারবার বসেও পড়েছিলেন তিনি। তবে আগের দিনের তুলনায় অনুশীলনের শেষ দিন কিছুটা স্বস্তি দেখা গেছে তার মধ্যে। তবে টেস্ট ম্যাচ খেলার জন্য পর্যান্ত ফিট কিনা সেটি বোঝা যাবে পর্যবেক্ষণে।

তামিম না খেললে একমাত্র টেস্টে ওপেনিংয়ে দেখা যাবে মাহমুদুল হাসান জয়-জাকির হাসানকে। দুজনকে নিয়ে এর আগে বেশ গুরুত্বসহকারে অনুশীলন সেশন করেছেন প্রধান কোচ।

আগামীকাল ১৪ জুন মিরপুর শের-ই-বাংলায় একমাত্র টেস্টে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।