গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় মোটরসাইকেল চলাচল বন্ধ রয়েছে।
মঙ্গলবার (২৩ মে) রাত ১২টা এক মিনিট থেকে এই নিষেধাজ্ঞা শুরু হয়েছে। যা আগামী শুক্রবার (২৬ মে) ভোর ছয়টা পর্যন্ত বহাল থাকবে বলে জানা গেছে।
এদিকে আজ বুধবার (২৪ মে) মধ্যরাত থেকে ভারী যানবাহন চলাচল বন্ধ থাকবে।
জিএমপি কমিশনার মোল্যা নজরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুর সিটি করপোরেশনের ৫৭ ওয়ার্ডের ৪৮০ কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ফলে ২৪ মে রাত ১২টা থেকে ২৫ মে রাত ১২টা পর্যন্ত যে কোনো ধরনের ভারী যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৩ মে দিবাগত রাত ১২টা থেকে ২৬ মে সকাল ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হলো। তবে প্রতিবন্ধী ভোটারদের সহযোগিতায় নিয়োজিত গাড়ি নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।
নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত পরিচয়পত্রধারী দেশি-বিদেশি সাংবাদিক, নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা, কর্মচারী, আইন-শৃঙ্খলার কাজে নিয়োজিত বিভিন্ন বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক ও অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগে ব্যবহৃত যানবাহনকেও নিষেধাজ্ঞার আওতামুক্ত রাখা হয়েছে।