প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। সেইসব খবর থেকে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
আজ বৃহস্পতিবার (৪ মে) শুভ বুদ্ধপূর্ণিমা। বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব এটি। সারা বিশ্বের মতো দেশের বৌদ্ধ ধর্মাবলম্বীরা সাড়ম্বরে উদযাপন করবে বুদ্ধপূর্ণিমা।
এর পাশাপাশি অন্যান্য খবরগুলো দেখে আসি—
বরগুনায় নিজ বাড়িতে সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতাকে নৃশংসভাবে কুপিয়ে ও বুকে টেঁটা মেরে হত্যা করেছে প্রতিপক্ষের দুর্বৃত্তরা। নিহতের নাম শফিকুল ইসলাম পনু আকন (৪৫)।
যুগান্তর
হত্যার পর নারকীয় উল্লাস
হত্যার সময় পনু পানি চাইলে তার মুখে প্রস্রাব করে দেয় প্রতিপক্ষ ঠান্ডা গ্রুপের মোতাহার মৃধা। বীভৎসভাবে হত্যার পর বুকের ওপর চড়ে নারকীয় উল্লাস করেছে হত্যাকারীরা।
রোদের তাপে ‘রেল লাইন বাঁকা’ হচ্ছে। এর পক্ষে-বিপক্ষে উঠছে নানা যুক্তি। কর্তৃপক্ষ বলার চেষ্টা করছে নেপথ্য কারণ রোদের তাপ। আর বিশেষজ্ঞসহ সংশ্লিষ্টদের দাবি-রক্ষণাবেক্ষণের কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি।
যুগান্তর
রক্ষণাবেক্ষণই দায়ী রোদের তাপে নয়!
দেশের বিভিন্ন অঞ্চলে রেললাইন এলাকায় বসবাসরত মানুষের প্রশ্ন-হাওড়-বিল ঘিরে চলা উন্মুক্ত লাইন বাঁকা হচ্ছে না । কিন্তু দুপাশে সবুজ গাছপালা ঘেরা রেললাইন কেন বাঁকা হচ্ছে?
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দ্রুতই সাংগঠনিক রোডম্যাপ ও কর্মপরিকল্পনা প্রণয়নের কাজ শুরু করবে আওয়ামী লীগ। এ লক্ষ্যে দলটি ঢাকায় বিশেষ বর্ধিত সভা আয়োজনের চিন্তা করছে।
প্রতিদিনের বাংলাদেশ
ভোটের রোডম্যাপে আওয়ামী লীগ
আওয়ামী লীগের উচ্চপর্যায়ের বিভিন্ন সূত্র ছাড়াও একাধিক পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারা দেশে সংগঠনকে ঢেলে সাজানোর কাজ বর্তমানে শেষের দিকে।
এক বছরে দেশে বিমানযাত্রীদের মাধ্যমে বৈধভাবে ৪৬ লাখ ভরির সমপরিমাণ ৫৪ টন সোনার বার এসেছে। এর বর্তমান বাজারমূল্য প্রায় ৪৫ হাজার কোটি টাকা।
কালের কণ্ঠ
৪৬ লাখ ভরি সোনা এনেছেন যাত্রীরা
২০২২ সালে ঢাকার শাহজালাল এবং চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে এই সোনা আসে। আগের বছরের তুলনায় তা ৫৩ শতাংশ বেশি। ৪৬ লাখ ভরি সোনা এনেছেন যাত্রীরা একই সময়ে শুধু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবৈধ সোনা জব্দ করা হয় প্রায় ৫০০ কেজি বা ৪২ হাজার ৯১৫ ভরি।
চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই ২০২২ থেকে এপ্রিল ২০২৩) বিশ্ববাজারে পণ্য রফতানির লক্ষ্যমাত্রা ছিল ৪ হাজার ৭৩১ কোটি ডলারের। এর বিপরীতে রফতানি হয়েছে ৪ হাজার ৫৬৭ কোটি ডলারের।
বণিক বার্তা
রফতানি হয়েছে ৪৬.৫ বিলিয়ন ডলারের পণ্য
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে নিয়মিত রফতানি পরিসংখ্যান হালনাগাদ করে প্রতিবেদন প্রকাশ করে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন সংস্থা রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। গতকাল প্রকাশিত হয়েছে ২০২২-২৩ অর্থবছরের প্রথম ১০ মাসের প্রতিবেদনের সংস্করণ। এতে দেখা গেছে, ১০ মাসে প্রধান পাঁচটি পণ্যের চারটিই নেতিবাচক প্রবৃদ্ধিতে রয়েছে।
চিনির দাম এমন লাফিয়ে বাড়ছে, ক্রেতার কাছে এখন তা তেতোই ঠেকছে। কমার কোনো লক্ষণ নেই; স্রোত উল্টো দর বাড়ার দিকেই। এ খবরে বাজারের প্যাকেটজাত চিনি কয়েক দিন ধরেই হাওয়া।
সমকাল
ভোজ্যতেলে দুঃসংবাদ, সহজে মিলছে না চিনি
এর মধ্যেই ‘গোদের ওপর বিষফোড়া’ হয়ে ধেয়ে আসছে ভোজ্যতেলের দুঃসংবাদ। আবার সয়াবিন তেলের দাম বাড়ানোর সব আয়োজন চূড়ান্ত। এখন শুধু বাড়তি দাম কার্যকরের অপেক্ষা।
শিক্ষার্থীদের পাঠদানের মাঝপথে ফি বাড়ানো যাবে না। কোনো শিক্ষার্থী কোনো প্রোগ্রামে ভর্তির সময় যে ফি কাঠামোয় ভর্তি হবেন, সে প্রোগ্রাম শেষ না হওয়া পর্যন্ত একই ফি থাকবে।
সমকাল
পাঠদানের মাঝপথে ফি বাড়ানো নয়
বিশ্ববিদ্যালয় তার প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করতে শিক্ষার্থীদের জন্য দেশের আর্থসামাজিক অবস্থার মানদণ্ডে সামঞ্জস্যপূর্ণ একটি শিক্ষার্থী ফি কাঠামো তৈরি করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদন নেবে এবং সরকারকে তা অবহিত করবে।
এছাড়া আয়করের ৯ কোটি টাকা পাচার; দেশে ৫১% কিশোরী বাল্যবিবাহের শিকার; আম আহরণ নিয়ে শঙ্কা জাগাচ্ছে ঘূর্ণিঝড় ও দুর্যোগের পূর্বাভাস; সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।