ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

অর্ধেক চিকিৎসক কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকেন!

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। সেইসব খবর থেকে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।

৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। জাতিসংঘের সাধারণ পরিষদের সিদ্ধান্তসূত্রে এবার পালন করা হচ্ছে ৩০তম বর্ষ। সাংবাদিকদের সংবাদপত্রের স্বাধীনতা, বাকস্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতার জন্য এই দিবস পালন করা হয়।

এর পাশাপাশি অন্যান্য খবরগুলো দেখে আসি—

বাংলাদেশে রোহিঙ্গা ঢলের প্রায় ছয় বছরের মাথায় মিয়ানমার এই প্রথমবারের মতো তাদের সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের একটি প্রতিনিধিদলকে রাখাইনে আমন্ত্রণ জানিয়েছে। রাখাইন পরিস্থিতি প্রত্যাবাসনের জন্য কতটা অনুকূল তা দেখতে বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে ২০ সদস্যের একটি রোহিঙ্গা প্রতিনিধিদলের আগামী শুক্রবার রাখাইনের মংডুতে যাওয়ার কথা রয়েছে।

প্রথম আলো

রোহিঙ্গা প্রতিনিধিরা দেখতে যাচ্ছেন রাখাইন পরিস্থিতি

চলতি মাসে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর পরিবেশ কতটা অনুকূল তা দেখতে তাদের প্রতিনিধিদের নিয়ে বাংলাদেশের কর্মকর্তারা আগামী শুক্রবার রাখাইনে যাবেন। ওই সফরের এক সপ্তাহের মধ্যে মিয়ানমারের একটি প্রতিনিধিদল কক্সবাজারে এসে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলবে।

ঢাকার মালয়েশিয়ান দূতাবাসের ভিসা শাখার ছোট চাকুরে জাহাঙ্গীর হোসেন। কখনও চালাতেন গাড়ি, প্রয়োজনে অফিসে কখনও তৈরি করতেন চা-কফি। দূতাবাসেরই আরেক অফিস সহকারী কবির হোসেন। দু’জনেরই বাড়ি কুমিল্লায়। তবে তাঁরা আলাদা চ্যানেলে ভিসা বাণিজ্যে জড়ান।

সমকাল

দূতাবাসের গাড়িচালকের পকেটে ১০ কোটি টাকা

৫ এপ্রিল কুমিল্লার দুর্গাপুরের ঘোড়ামারা এলাকা থেকে জাহাঙ্গীর হোসেনকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। তাঁর কাছ থেকে ১ কোটি ১৩ লাখ ১০০ টাকা, সাতটি পাসপোর্ট ও ৫ হাজার ১০০ ডলার জব্দ করা হয়।

দেশে বেকারের সংখ্যা ২৫ লাখ ৯০ হাজার। পুরুষ ১৭ লাখ ১০ হাজার এবং নারী ৮ লাখ ৮০ হাজার জন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপ প্রতিবেদনে এসব তথ্য-উপাত্ত উঠে এসেছে।

সমকাল

দেশে বেকারের সংখ্যা ২৫ লাখ ৯০ হাজার

নতুন করে বেকারের সংখ্যা বেড়ে যাওয়ার কারণ প্রসঙ্গে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, দেশে সাধারণত শীতকালে কাজের সুযোগ কম থাকে। বিশেষ করে কৃষি খাতে তখন কাজ কম থাকে।

বিএনপির সরকারবিরোধী আন্দোলনের রোডম্যাপের খসড়া প্রায় চূড়ান্ত। এতে প্রথম দফায় বিভাগীয় শহরে রোডমার্চসহ সবশেষে ঢাকা ঘেরাও কর্মসূচি থাকছে। বাধা দেওয়া হলে হরতাল-অবরোধের মতো কঠোর কর্মসূচি দেবে মাঠের বিরোধী দল।

যুগান্তর

চূড়ান্ত আন্দোলনের খসড়া প্রস্তুত

সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের পরিকল্পনা রয়েছে ঈদুল আজহার পরই। যার ওয়ার্মআপ বা প্রস্তুতি পর্বের রিহার্সেল হতে পারে কিছুদিনের মধ্যে। গোপনীয় রোডম্যাপে আন্দোলনের এমন পরিকল্পনা রয়েছে।

দেশে ডলারের বিনিময় হার গত বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ছিল ৮৫ থেকে ৮৬ টাকার মধ্যে। চলতি পঞ্জিকাবর্ষের প্রথম প্রান্তিকে তা বেড়ে দাঁড়িয়েছে ১০৬ থেকে ১০৭ টাকায়।

বণিক বার্তা

২০২৩ সালের প্রথম প্রান্তিক ভালো যায়নি বেশির ভাগ বড় কর্পোরেট গ্রুপের

আন্তর্জাতিক বাণিজ্যে ব্যয় বৃদ্ধি এবং দেশের বাজারে টাকার অবমূল্যায়ন ও মূল্যস্ফীতিতে বেড়েছে কোম্পানিগুলোর পরিচালন ব্যয় ও পণ্যের উৎপাদন খরচ। কোনো কোনো প্রতিষ্ঠানের আয় বাড়লেও নিট মুনাফা কমেছে টাকার অবমূল্যায়নে। কেউ কেউ লোকসানও গুনেছে।

দেশের প্রাথমিক থেকে বিশেষায়িত (টারশিয়ারি) সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কর্মক্ষেত্রে অর্ধেক চিকিৎসকই অনুপস্থিত থাকেন।

বণিক বার্তা

কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকেন অর্ধেক চিকিৎসক

সময়মতো কর্মস্থলে উপস্থিত না থাকায় একদিকে বিলম্বিত হচ্ছে চিকিৎসা, পাশাপাশি সেবাপ্রার্থীরা পড়ছে ভোগান্তিতে। এতে সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের ওপর আস্থার সংকট বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, জবাবদিহিতা ও স্বচ্ছতায় পর্যাপ্ত বিনিয়োগ থাকার পরও শুধু চিকিৎসকের অনুপস্থিতি স্বাস্থ্য সুরক্ষায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

এছাড়া সবচেয়ে অস্বাস্থ্যকর এপ্রিল দেখল ঢাকা; একই পরিবারের সাত সদস্যসহ দগ্ধ ২৮; আপাতত স্বস্তি ভবিষ্যতে চাপ; সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্ধেক চিকিৎসক কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকেন!

আপডেট সময় ০১:০১:২২ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। সেইসব খবর থেকে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।

৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। জাতিসংঘের সাধারণ পরিষদের সিদ্ধান্তসূত্রে এবার পালন করা হচ্ছে ৩০তম বর্ষ। সাংবাদিকদের সংবাদপত্রের স্বাধীনতা, বাকস্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতার জন্য এই দিবস পালন করা হয়।

এর পাশাপাশি অন্যান্য খবরগুলো দেখে আসি—

বাংলাদেশে রোহিঙ্গা ঢলের প্রায় ছয় বছরের মাথায় মিয়ানমার এই প্রথমবারের মতো তাদের সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের একটি প্রতিনিধিদলকে রাখাইনে আমন্ত্রণ জানিয়েছে। রাখাইন পরিস্থিতি প্রত্যাবাসনের জন্য কতটা অনুকূল তা দেখতে বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে ২০ সদস্যের একটি রোহিঙ্গা প্রতিনিধিদলের আগামী শুক্রবার রাখাইনের মংডুতে যাওয়ার কথা রয়েছে।

প্রথম আলো

রোহিঙ্গা প্রতিনিধিরা দেখতে যাচ্ছেন রাখাইন পরিস্থিতি

চলতি মাসে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর পরিবেশ কতটা অনুকূল তা দেখতে তাদের প্রতিনিধিদের নিয়ে বাংলাদেশের কর্মকর্তারা আগামী শুক্রবার রাখাইনে যাবেন। ওই সফরের এক সপ্তাহের মধ্যে মিয়ানমারের একটি প্রতিনিধিদল কক্সবাজারে এসে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলবে।

ঢাকার মালয়েশিয়ান দূতাবাসের ভিসা শাখার ছোট চাকুরে জাহাঙ্গীর হোসেন। কখনও চালাতেন গাড়ি, প্রয়োজনে অফিসে কখনও তৈরি করতেন চা-কফি। দূতাবাসেরই আরেক অফিস সহকারী কবির হোসেন। দু’জনেরই বাড়ি কুমিল্লায়। তবে তাঁরা আলাদা চ্যানেলে ভিসা বাণিজ্যে জড়ান।

সমকাল

দূতাবাসের গাড়িচালকের পকেটে ১০ কোটি টাকা

৫ এপ্রিল কুমিল্লার দুর্গাপুরের ঘোড়ামারা এলাকা থেকে জাহাঙ্গীর হোসেনকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। তাঁর কাছ থেকে ১ কোটি ১৩ লাখ ১০০ টাকা, সাতটি পাসপোর্ট ও ৫ হাজার ১০০ ডলার জব্দ করা হয়।

দেশে বেকারের সংখ্যা ২৫ লাখ ৯০ হাজার। পুরুষ ১৭ লাখ ১০ হাজার এবং নারী ৮ লাখ ৮০ হাজার জন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপ প্রতিবেদনে এসব তথ্য-উপাত্ত উঠে এসেছে।

সমকাল

দেশে বেকারের সংখ্যা ২৫ লাখ ৯০ হাজার

নতুন করে বেকারের সংখ্যা বেড়ে যাওয়ার কারণ প্রসঙ্গে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, দেশে সাধারণত শীতকালে কাজের সুযোগ কম থাকে। বিশেষ করে কৃষি খাতে তখন কাজ কম থাকে।

বিএনপির সরকারবিরোধী আন্দোলনের রোডম্যাপের খসড়া প্রায় চূড়ান্ত। এতে প্রথম দফায় বিভাগীয় শহরে রোডমার্চসহ সবশেষে ঢাকা ঘেরাও কর্মসূচি থাকছে। বাধা দেওয়া হলে হরতাল-অবরোধের মতো কঠোর কর্মসূচি দেবে মাঠের বিরোধী দল।

যুগান্তর

চূড়ান্ত আন্দোলনের খসড়া প্রস্তুত

সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের পরিকল্পনা রয়েছে ঈদুল আজহার পরই। যার ওয়ার্মআপ বা প্রস্তুতি পর্বের রিহার্সেল হতে পারে কিছুদিনের মধ্যে। গোপনীয় রোডম্যাপে আন্দোলনের এমন পরিকল্পনা রয়েছে।

দেশে ডলারের বিনিময় হার গত বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ছিল ৮৫ থেকে ৮৬ টাকার মধ্যে। চলতি পঞ্জিকাবর্ষের প্রথম প্রান্তিকে তা বেড়ে দাঁড়িয়েছে ১০৬ থেকে ১০৭ টাকায়।

বণিক বার্তা

২০২৩ সালের প্রথম প্রান্তিক ভালো যায়নি বেশির ভাগ বড় কর্পোরেট গ্রুপের

আন্তর্জাতিক বাণিজ্যে ব্যয় বৃদ্ধি এবং দেশের বাজারে টাকার অবমূল্যায়ন ও মূল্যস্ফীতিতে বেড়েছে কোম্পানিগুলোর পরিচালন ব্যয় ও পণ্যের উৎপাদন খরচ। কোনো কোনো প্রতিষ্ঠানের আয় বাড়লেও নিট মুনাফা কমেছে টাকার অবমূল্যায়নে। কেউ কেউ লোকসানও গুনেছে।

দেশের প্রাথমিক থেকে বিশেষায়িত (টারশিয়ারি) সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কর্মক্ষেত্রে অর্ধেক চিকিৎসকই অনুপস্থিত থাকেন।

বণিক বার্তা

কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকেন অর্ধেক চিকিৎসক

সময়মতো কর্মস্থলে উপস্থিত না থাকায় একদিকে বিলম্বিত হচ্ছে চিকিৎসা, পাশাপাশি সেবাপ্রার্থীরা পড়ছে ভোগান্তিতে। এতে সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের ওপর আস্থার সংকট বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, জবাবদিহিতা ও স্বচ্ছতায় পর্যাপ্ত বিনিয়োগ থাকার পরও শুধু চিকিৎসকের অনুপস্থিতি স্বাস্থ্য সুরক্ষায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

এছাড়া সবচেয়ে অস্বাস্থ্যকর এপ্রিল দেখল ঢাকা; একই পরিবারের সাত সদস্যসহ দগ্ধ ২৮; আপাতত স্বস্তি ভবিষ্যতে চাপ; সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।