ঈদুল ফিতরের ছুটি শেষে ২৯ এপ্রিল শনিবার একদিনে ঢাকায় ফিরেছে ১৯ লাখ ২৮ হাজার সিম ব্যবহারকারী। ঈদুল ফিতরের ছুটি শেষে সর্বোচ্চ সংখ্যক সিম ব্যবহারকারী রাজধানীতে ফেরার রেকর্ড এটি।
এর আগে ২৮ এপ্রিল শুক্রবার সর্বোচ্চ ১৫ লাখ ৬ হাজার ১৭৮ জন সিম ব্যবহারকারী ঢাকায় ফিরছিল। এ নিয়ে ঈদের ছুটির পর সর্বমোট এক কোটি ১৩ লাখ ৮৫ হাজার ৭৫৬ জন সিম ব্যবহারকারী রাজধানীতে ফিরল।
যদিও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে আট দিনে রাজধানী ঢাকা ছেড়েছিলেন ৫২ লাখ ৬২ হাজার ৬১০ সিমধারী।
সোমবার (১ মে) ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারের ফেসবুক পেজে দেওয়া এক পোস্ট থেকে ঢাকা ছেড়ে যাওয়া এবং ঢাকায় ফিরে আসা সিমকার্ডধারীদের এ তথ্য জানা যায়।
মোস্তাফা জব্বারের পোস্টে ১৮ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত রাজধানীতে প্রবেশ করা সিমকার্ডধারীদের তথ্য উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ২৯ এপ্রিল পর্যন্ত মোট রাজধানীতে প্রবেশ করেছে এক কোটি ১৩ লাখ ৮৫ হাজার ৭৫৬ জন সিমকার্ড ব্যবহারকারী।
এর মধ্যে গ্রামীণফোনের ৩১ লাখ ৩৪ হাজার ৫৫৬, রবির ৩৫ লাখ ৩৭ হাজার ১৪৬, বাংলালিংকের ৫৪ লাখ ৫৮ হাজার ২৫৬ ও টেলিটকের ২ লাখ ৪৫ হাজার ১৮ জন সিমধারী রয়েছে।
এসময়ে ঢাকা ছেড়েছিলেন মোট ১ কোটি ৫২ লাখ ৬২ হাজার ৬১০ সিমধারী। এর মধ্যে গ্রামীণফোনের সিমধারী ৫৬ লাখ ১৬ হাজার ৪১৯, রবির ৩৩ লাখ ৭২ হাজার ৫৮৩, বাংলালিংকের ৬০ লাখ ৭১ হাজার ৬৬২ ও টেলিটকের ২ লাখ ১ হাজার ৯৪৬ সিমধারী রয়েছে।
পবিত্র ঈদুল ফিতরের ছুটির পর গত সোমবার (২৪ এপ্রিল) দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান খুলেছে।
মোস্তাফা জব্বার জানান, এটি মূলত মোবাইল ফোনের সিমের হিসাব। কোনো ব্যক্তির হিসাব নয়। কারণ একজন ব্যক্তির একাধিক সিম থাকতে পারে। আবার কেউ কেউ আছেন, যাদের কোনো মোবাইল সিম নেই। যেমন-পরিবারের ছোট বাচ্চাদের মোবাইল কিংবা সিম থাকে না।