প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। সেইসব খবর থেকে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
মহান মে দিবস আজ। বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের আন্দোলন-সংগ্রামের স্বীকৃতির দিন। শ্রমিকদের দাবির প্রতি সম্মান জানিয়ে প্রতিবছর ১ মে সারা বিশ্বে দিবসটি পালন করা হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও গুরুত্বের সঙ্গে দিবসটি পালন করা হচ্ছে।
এর পাশাপাশি অন্যান্য খবরগুলো দেখে আসি—
দাবদাহের কারণে প্রচণ্ড গরমে বেশ কিছুদিন খুব অস্বস্তিতে ছিল ঢাকাবাসী। কিন্তু সে সময় ঢাকার চারপাশে সবুজ এলাকায় গরমের অনুভূতি কম ছিল। গবেষকেরা বলছেন, ঢাকার সঙ্গে শহরের বাইরের গরমের অনুভূতির এই পার্থক্যের মূলে রয়েছে তাপীয় দ্বীপ (হিট আইল্যান্ড)। ঢাকার মূল বসতি ও বাণিজ্যিক এলাকার একটা বড় অংশ তাপীয় দ্বীপে পরিণত হয়েছে।
প্রথম আলো
‘তাপীয় দ্বীপ’ হয়ে উঠছে ঢাকা
‘নগরায়ণে পরিবর্তন ও ঢাকা শহরে তাপীয় দ্বীপের প্রভাব’ শীর্ষক এই গবেষণায় বলা হয়, ঢাকার উষ্ণতম স্থানের সঙ্গে শহরের বাইরের শীতলতম স্থানের দিন-রাতের ভূপৃষ্ঠীয় তাপমাত্রার পার্থক্য যথাক্রমে ৭ ও ৫ ডিগ্রি সেলসিয়াস।
কক্সবাজার সমুদ্রসৈকতের পাশে কলাতলীতে মাত্র তিন বর্গকিলোমিটার এলাকার মধ্যে গড়ে উঠেছে ৫৩৮টি হোটেল-মোটেল, রিসোর্ট-কটেজ। এর মধ্যে তারকা মানের ছয়টি হোটেল বাদ দিয়ে ৫৩২টিতে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) নেই।
প্রথম আলো
কক্সবাজারের ৫৩২ হোটেল-রিসোর্টে বর্জ্য ব্যবস্থাপনার প্ল্যান্ট নেই, বাড়ছে দূষণ
হোটেল-মোটেলের মালিকেরা বলছেন, এসটিপি স্থাপন অনেক ব্যয়বহুল। তা ছাড়া নকশা অনুমোদনের সময় এসটিপি বাধ্যতামূলক করা হয়নি। এর পরিবর্তে বাসাবাড়ির আদলে (ভূগর্ভে) তিন চেম্বারবিশিষ্ট সেপটিক ট্যাংক বানানো হয়েছে।
এক যুগ আগে দেশে কুরিয়ার সার্ভিসের প্রসার ঘটলে সরকার সেখানে জবাবদিহি ও স্বচ্ছতার জন্য একটি কর্তৃপক্ষ গঠনের চিন্তা শুরু করে। কর্তৃপক্ষ ১০ বছর আগে গঠিত হলেও আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হতেই কেটে গেছে ৯ বছর।
প্রথম আলো
মেইল ও কুরিয়ার সার্ভিস লাইসেন্সিং কর্তৃপক্ষ লাভজনক প্রতিষ্ঠান, তবে…
ব্যয়ের খাত তেমন না থাকায় প্রতিষ্ঠানটি লাভজনক এবং সরকারকে তারা এখন পর্যন্ত ১১ কোটি টাকার বেশি রাজস্ব দিয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বাজারে শৃঙ্খলা আনতে এ কর্তৃপক্ষকে শক্তিশালী করতে হবে এবং কাজের পরিধি বাড়াতে হবে।
ভালো নেই দেশের শ্রমিকরা। যে টাকা আয় করছেন, তা দিয়ে সংসার একেবারেই চলছে না। এছাড়াও কাঙ্ক্ষিত কর্মসংস্থানের অভাব এবং দেশের অর্থনৈতিক নানা সংকটে প্রতিনিয়ত কাজ হারাচ্ছেন। ফলে বাড়ছে বেকারত্ব।
যুগান্তর
ভালো নেই শ্রমিকরা বাড়ছে বেকারত্ব
জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, তাতে পরিবার নিয়ে বেঁচে থাকাই বড় চ্যালেঞ্জ। ন্যূনতম মজুরি নেই ৫০টির বেশি খাতে। কর্মস্থলে কাজের নিরাপত্তা নেই। ধনী-দরিদ্র্যের বৈষম্য আরও মারাত্মক আকার ধারণ করছে।
মোট মজুরি থেকে মূল্যস্ফীতির হার সমন্বয় করে হিসাব করা হয় প্রকৃত মজুরি। ২০২১ সাল পর্যন্ত টানা চার বছর দেশে প্রকৃত মজুরি বাড়লেও ২০২২ সালে তা কমেছে।
বণিক বার্তা
২০২২ সালে বাংলাদেশে প্রকৃত মজুরি কমেছে
আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) তথ্য অনুযায়ী, গত বছর বাংলাদেশে প্রকৃত মজুরি প্রবৃদ্ধির হার ছিল ঋণাত্মক শূন্য দশমিক ৪ শতাংশ।
জন্মগত কারণের চেয়ে পরিবেশগত কারণে দেশে অ্যাজমা বা হাঁপানি রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। শিশু ও বয়স্করাই অ্যাজমায় বেশি আক্রান্ত হচ্ছে।
কালের কণ্ঠ
দূষণের সঙ্গে শিশু ও বয়স্ক রোগী বাড়ছে
জাতীয় বক্ষব্যাধি ইন্সটিটিউটের তথ্য মতে, প্রতিষ্ঠানটির হাসপাতালে যতজন চিকিৎসা নিতে আসে, তার ৩০ শতাংশই অ্যাজমা রোগী। এর মধ্যে প্রায় ২৬ শতাংশের বয়স ১৪ বছরে নিচে।
এছাড়া ছিনতাই তেজগাঁওয়ে বেশি, খুন ডাকাতি ওয়ারীতে; শ্রমিকের ঘাম ঝরে আদালতেও; পরিবারে সচ্ছলতা আনতে ঝুঁকিপূর্ণ কাজে শিশুরা; ৮২% মামলাই ঝুলে আছে সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।