প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। সেইসব খবর থেকে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
হৃদযন্ত্রের জটিলতা নিয়ে গাজীপুরের কাপাসিয়া থেকে ঢাকায় ছুটে আসেন ৩৪ পেরোনো লাকী আখতার। চিকিৎসক বলেছেন, দ্রুত করতে হবে তাঁর হৃদযন্ত্রের অস্ত্রোপচার। কিন্তু কীভাবে! ১২ দিন ধরে অস্ত্রোপচার কক্ষে (ওটি) ঝুলছে তালা।
এর পাশাপাশি অন্যান্য খবরগুলো দেখে আসি—
সমকাল
অস্ত্রোপচার কক্ষের তালা খুলবে কবে
প্রচণ্ড উৎকণ্ঠা নিয়ে দিনে দু’বার ঘুরে যান অস্ত্রোপচার ঘরের সামনে থেকে বন্ধ দুয়ার খোলা দেখার আশায়। তবে প্রতিদিন ফেরেন নিরাশ হয়ে। নিরুপায় লাকী এখন প্রতিনিয়ত জীবন-মৃত্যুর যুদ্ধে আছেন।
আগামী (২০২৩-২৪) অর্থবছরে খাদ্য, কৃষি ও বিদ্যুতে বাড়ছে ভর্তুকির অঙ্ক। এ তিনটি খাতে চলতি অর্থবছরের তুলনায় প্রায় চার হাজার কোটি টাকা বেশি ব্যয়ের প্রাক্কলন করেছে অর্থ বিভাগ। যদিও ভর্তুকিতে ব্যয় কমাতে ঋণের শর্ত জুড়ে রেখেছে আন্তর্জাতিক মুদ্রা তহিবল (আইএমএফ)।
সমকাল
খাদ্য সার ও বিদ্যুতে ভর্তুকি আরও বাড়বে
বর্ধিত ভর্তুকির বকেয়া চাপ বহন করতে হবে আগামী অর্থবছরেও। স্বাভাবিক হিসাবে একদিকে ভর্তুকিতে নতুন বরাদ্দ, অপরদিকে বকেয়ার চাপ দুই মিলে এ খাতে ব্যয় বাড়বে আগামী অর্থবছরে।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রবর্তিত ষষ্ঠ ও সপ্তম শ্রেণির পাঠ্যবইয়ে সব মিলিয়ে পৌনে ৭শ ভুল ধরা পড়েছে।
যুগান্তর
ষষ্ঠ ও সপ্তম শ্রেণির পাঠ্য বইয়ে পৌনে ৭শ ভুল
এনসিটিবির কাজ মূলত পাঠ্যবই ও শিক্ষাক্রম তৈরি। এগুলো পড়ানোর দায়িত্ব মাউশির। ভুল চিহ্নিত করে এনসিটিবির ওয়েবসাইটে (www.nvtb.gov.bd) প্রকাশ করা হয়েছে।
সব সময়ই বিপুলসংখ্যক ক্রেতার সমাগম ঘটে রাজধানীর মৌচাক মার্কেটে। ঈদের মৌসুমে এ সংখ্যা আরও বেড়ে যায়। গত ঈদে কেনাকাটা করতে প্রতিদিন গড়ে দেড় লক্ষাধিক ক্রেতা ভিড় করেন।
সমকাল
ভয়াবহ ঝুঁকিতে মৌচাক মার্কেট
২০১৪ সালের ৭ মে ঝুঁকিপূর্ণ তালিকায় থাকা এ মার্কেটটি ভাঙতে মালিকদের চিঠি দেয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। কিন্তু ঝুঁকিপূর্ণ হলেও ঈদের আগে মার্কেটটিতে ‘ঝুঁকিপূর্ণ নোটিশ’ দিতে কৌশল নেয় সংস্থাটি।
চলতি বছরের প্রথম তিন মাসে আট হাজার আর্সেনিক আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। দেশের বিভিন্ন হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তর পরিচালিত জরিপে এই তথ্য উঠে এসেছে।
কালের কণ্ঠ
তিন মাসে আট হাজার আর্সেনিক রোগী শনাক্ত
২০০৩ সালে সারা দেশে আর্সেনিক আক্রান্ত রোগী ছিল ৩৮ হাজার ৪১২ জন। ২০১৩ সালে রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫৭ হাজার ২৮০।
আগামী অর্থবছরের বাজেটে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমাতে গতানুগতিক অঙ্গীকার থাকলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
দেশ রূপান্তর
নিত্যপণ্যের দাম কমার ইঙ্গিত নেই
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সুপারিশ মতো আসছে বাজেটে অনেক নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর থেকে ভ্যাট অব্যাহতি তুলে নিতে বাধ্য হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ ছাড়া উৎসে করে ছাড় না দেওয়া এবং সুপার শপে অতিরিক্ত ৫ শতাংশ হারে ভ্যাট প্রত্যাহার করা হচ্ছে না।ভালো আয়-রোজগারের আশায় মোটা অঙ্কের টাকা ব্যয় করে অনেকে মালয়েশিয়া যাচ্ছেন। কিন্তু কিছু ক্ষেত্রে প্রত্যাশিত কাজ জুটছে না, বরং থাকা-খাওয়ার সমস্যাসহ নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে।
কালের কণ্ঠ
কাজ না পেয়ে দুর্ভোগে প্রবাসী কর্মীরা
মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ভাষ্য, শুধু ৫ শতাংশ নিয়োগকারী প্রতিষ্ঠান সরেজমিনে পরিদর্শন করতে পারে। বাকি সব নিয়োগকারী প্রতিষ্ঠানের কাগজপত্র যাচাই-বাছাই করা হয় মালয়েশিয়ান কর্তৃপক্ষের অনুমোদনের ভিত্তিতে।
এছাড়া কঠিন পরীক্ষায় বিএনপি; থমকে থাকা কাজে গতি ফেরাতে অনভিজ্ঞ ঠিকাদার বদলাতে চিঠি; জিডিপির অনুপাতে রাজস্ব বাড়ছে না, বাড়ছে সরকারের ঋণ; বিদ্যুতে ২০২৫ সালে কয়লার চাহিদা দাঁড়াবে ২ কোটি টনে; বড় গ্যাসক্ষেত্রের বিপুল সম্ভাবনা ইলিশায় সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।