ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দক্ষিণখানে পাষণ্ড স্বামী ও তার বন্ধুরা মিলে স্ত্রীকে ধর্ষণ! বিচারের আশায় ধর্ষিতা নারী কেন্দ্রীয় ব্যাংকে উত্তেজনার নেপথ্যে অভ্যন্তরীণ কোন্দল হাসিনার শাসনামল ছিল ইতিহাসের কলঙ্ক: যুবদল সভাপতি মোনায়েম মুন্না বোরহানউদ্দিন বিএনপির কেউ চাঁদাবাজি করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যাবস্হা নেয়া হবে: মাফরুজা সুলতানা পাঁচবিবির ইউএনও জেলা প্রশাসককে গাছের চারা উপহার মঠবাড়িয়ায় মুদি মনোহরী দোকান থেকে নগদ টাকা সহ মালামাল চুরির অভিযোগ রাজবাড়ী সদরের আলীপুরে একই সময় দুই স্বামীর সঙ্গে সংসার জান্নাতুলের, এলাকায় চাঞ্চল্য শেখ হাসিনার পতন ও বিতর্কিত ঠিকাদার শাহ আলমের সখ্যতার নতুন খেলা” গুলশানে বেদখল হাজার কোটি টাকার সম্পত্তি, জানা গেল বাড়িগুলোর নাম-ঠিকানা প্রয়োজন ছাড়া প্রকল্প তৈরি নাম করে হাতিয়ে নিচ্ছে লক্ষ কোটি টাকা রেলওয়ে পূর্বাঞ্চল কর্মকর্তারা।

বার্সেলোনাকে আটকে দিলো ‘পুঁচকে’ গেতাফে

ক্যাম্প ন্যুতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে সর্বশেষ দেখায় হারের পর থেকে যেন নিজেদের হারিয়ে খুঁজছে বার্সেলোনা। জিরোনার বিপক্ষে ব্যর্থতার পর এবার ‘পুঁচকে’ গেতাফের মাঠেও গোলশূন্য ড্র করেছে কাতালান ক্লাবটি। অবশ্য বল দখলের দৌড়ে এগিয়ে ছিল জাভি হান্দার্দেজের দলই। কিন্তু ফিনিশিংয়ের অভাবে আরও একবার জালের খোঁজ পেল না লেভাদোভস্কিরা। 

ঘরের মাঠে টানা দুই ম্যাচে ব্যর্থতার পর প্রতিপক্ষের মাঠে খেলতে নেমেও ভাগ্যের শিকে ছিড়ল না বার্সার। রোববার গেতাফের মাঠে প্রথমে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল স্বাগতিকরািই। অবশ্য বার্সার দেওয়াল ভাঙতে পারেননি গেতাফে ফরোয়ার্ড। প্রতিপক্ষের আক্রমণের পর ম্যাচে ফিরে বার্সেলোনা। ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নেয়।

এর মধ্যেই ম্যাচের ২৫তম মিনিটে প্রায় এগিয়েই যাচ্ছিল বার্সেলোনা। মার্ক-আন্ড্রে টের স্টেগেনের ফ্রি কিকে লেভানদোভস্কির ফ্লিকে বিপজ্জনক জায়গায় বল পেয়ে যান রাফিনিয়া। কিছুটা এগিয়ে গিয়ে শট নেন তিনি। কাছের পোস্ট কাঁপিয়ে ফেরা বল পেয়ে যান আলেহান্দ্রো বাল্দে। তার শটও ফেরে একই পোস্টে লেগে!

গেতাফের ‘ডেডলক’ ভাঙতে দ্বিতীয়ার্ধে মিডফিল্ডার ফ্রাঙ্ক কেসি ও ডিফেন্ডার জার্দি আলবাকে তুলে নিয়ে দুই ফরোয়ার্ড আনসু ফাতি ও ফেরান তোরেসকে নামান জাভি। বার্সার হয়ে ১০০তম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেন ফাতি। তবে বিশেষ দিনে দলকে জেতাতে পারেননি।

অন্যদিকে, গোলের সেরা সুযোগটা সৃষ্টি করেছিল গেতাফেই। ম্যাচের অন্তিম মুহূর্তে আরাউহোর ভুলে গোল প্রায় খেয়েই বসেছিল বার্সা। কিন্তু বোর্হা মাইয়োরালের শট দূরের পোস্ট দিয়ে বাইরে চলে যায়।

এ নিয়ে টানা তিন ম্যাচে ব্যর্থ জাভির শিষ্যরা। তবে লা লিগায় ২৯ ম্যাচে ২৩ জয় ও চতুর্থ ড্রয়ে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষেই বার্সেলোনা। সমান ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রিয়াল মাদ্রিদ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দক্ষিণখানে পাষণ্ড স্বামী ও তার বন্ধুরা মিলে স্ত্রীকে ধর্ষণ! বিচারের আশায় ধর্ষিতা নারী

বার্সেলোনাকে আটকে দিলো ‘পুঁচকে’ গেতাফে

আপডেট সময় ১২:০৩:৩১ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩

ক্যাম্প ন্যুতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে সর্বশেষ দেখায় হারের পর থেকে যেন নিজেদের হারিয়ে খুঁজছে বার্সেলোনা। জিরোনার বিপক্ষে ব্যর্থতার পর এবার ‘পুঁচকে’ গেতাফের মাঠেও গোলশূন্য ড্র করেছে কাতালান ক্লাবটি। অবশ্য বল দখলের দৌড়ে এগিয়ে ছিল জাভি হান্দার্দেজের দলই। কিন্তু ফিনিশিংয়ের অভাবে আরও একবার জালের খোঁজ পেল না লেভাদোভস্কিরা। 

ঘরের মাঠে টানা দুই ম্যাচে ব্যর্থতার পর প্রতিপক্ষের মাঠে খেলতে নেমেও ভাগ্যের শিকে ছিড়ল না বার্সার। রোববার গেতাফের মাঠে প্রথমে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল স্বাগতিকরািই। অবশ্য বার্সার দেওয়াল ভাঙতে পারেননি গেতাফে ফরোয়ার্ড। প্রতিপক্ষের আক্রমণের পর ম্যাচে ফিরে বার্সেলোনা। ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নেয়।

এর মধ্যেই ম্যাচের ২৫তম মিনিটে প্রায় এগিয়েই যাচ্ছিল বার্সেলোনা। মার্ক-আন্ড্রে টের স্টেগেনের ফ্রি কিকে লেভানদোভস্কির ফ্লিকে বিপজ্জনক জায়গায় বল পেয়ে যান রাফিনিয়া। কিছুটা এগিয়ে গিয়ে শট নেন তিনি। কাছের পোস্ট কাঁপিয়ে ফেরা বল পেয়ে যান আলেহান্দ্রো বাল্দে। তার শটও ফেরে একই পোস্টে লেগে!

গেতাফের ‘ডেডলক’ ভাঙতে দ্বিতীয়ার্ধে মিডফিল্ডার ফ্রাঙ্ক কেসি ও ডিফেন্ডার জার্দি আলবাকে তুলে নিয়ে দুই ফরোয়ার্ড আনসু ফাতি ও ফেরান তোরেসকে নামান জাভি। বার্সার হয়ে ১০০তম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেন ফাতি। তবে বিশেষ দিনে দলকে জেতাতে পারেননি।

অন্যদিকে, গোলের সেরা সুযোগটা সৃষ্টি করেছিল গেতাফেই। ম্যাচের অন্তিম মুহূর্তে আরাউহোর ভুলে গোল প্রায় খেয়েই বসেছিল বার্সা। কিন্তু বোর্হা মাইয়োরালের শট দূরের পোস্ট দিয়ে বাইরে চলে যায়।

এ নিয়ে টানা তিন ম্যাচে ব্যর্থ জাভির শিষ্যরা। তবে লা লিগায় ২৯ ম্যাচে ২৩ জয় ও চতুর্থ ড্রয়ে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষেই বার্সেলোনা। সমান ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রিয়াল মাদ্রিদ।