ঢাকা ০৭:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কারের দাবি

যুগোপযোগী প্রেস কাউন্সিল আইন তৈরি, ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কার এবং কল্যাণ ট্রাস্টের কালো আইন বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এফবিজেও)।

রোববার (৯ এপ্রিল) প্রেস ক্লাব প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়। এসময় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে এফবিজেও এর মহাসচিব এস এম হানিফ আলী বলেন, দেশের ক্রান্তিলগ্নে সাংবাদিকরা প্রথম সারির যোদ্ধা হিসেবে কাজ করেন। কিন্তু বর্তমানে ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে সাংবাদিকদের পেশাদারিত্বের জায়গাকে হুমকির মুখে ফেলা হচ্ছে। সুতরাং সাংবাদিকদের পেশাগত কাজে নিরাপত্তায় প্রেস কাউন্সিল আইন যুগোপযোগী ও শক্তিশালী করে দেশের অভিন্ন নীতিমালা প্রণয়ন, ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কারে এবং প্রতিটি উপজেলায় একটি কল্যাণ ট্রাস্ট সংগঠন করে সাংবাদিকদের অধিকার নিশ্চিত করতে হবে।

সমস্যা সমাধানে ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশনের প্রস্তাবনাগুলো হলো-

১. রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সাংবাদিকদের মূল্যায়ন করতে হবে।

২. দেশের সকল সাংবাদিক ও সাংবাদিক সংগঠনগুলো তথ্য মন্ত্রণালয়ের অধিনস্থ প্রেস কাউন্সিলের মাধ্যমে শৃঙ্খলা রক্ষায় ও শনাক্তকরণে নিবন্ধন করতে হবে।

৩. রাষ্ট্রীয়ভাবে ৩রা মে বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস ও ১৪ ফেব্রুয়ারি প্রেস কাউন্সিল দিবস পালন করতে হবে।

৪. গণমাধ্যম সংশ্লিষ্ট যে কোন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সংশ্লিষ্ট কমিটিতে ফেডারেশনের মনোনীত ব্যক্তিকে অন্তর্ভুক্ত করতে হবে।

৫. পুলিশ বা সরকারি ব্যক্তি পেশাগত কাজে সাংবাদিকদের বাধা প্রদান করলে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা গ্রহণ করতে হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জমির দলিলের প্রলোভানা দিয়ে গ্রাম পুলিশের নির্দেশে সোনিয়া আক্তার নামে এক নারীকে নির্যাতন করে

ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কারের দাবি

আপডেট সময় ০১:২৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩

যুগোপযোগী প্রেস কাউন্সিল আইন তৈরি, ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কার এবং কল্যাণ ট্রাস্টের কালো আইন বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এফবিজেও)।

রোববার (৯ এপ্রিল) প্রেস ক্লাব প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়। এসময় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে এফবিজেও এর মহাসচিব এস এম হানিফ আলী বলেন, দেশের ক্রান্তিলগ্নে সাংবাদিকরা প্রথম সারির যোদ্ধা হিসেবে কাজ করেন। কিন্তু বর্তমানে ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে সাংবাদিকদের পেশাদারিত্বের জায়গাকে হুমকির মুখে ফেলা হচ্ছে। সুতরাং সাংবাদিকদের পেশাগত কাজে নিরাপত্তায় প্রেস কাউন্সিল আইন যুগোপযোগী ও শক্তিশালী করে দেশের অভিন্ন নীতিমালা প্রণয়ন, ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কারে এবং প্রতিটি উপজেলায় একটি কল্যাণ ট্রাস্ট সংগঠন করে সাংবাদিকদের অধিকার নিশ্চিত করতে হবে।

সমস্যা সমাধানে ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশনের প্রস্তাবনাগুলো হলো-

১. রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সাংবাদিকদের মূল্যায়ন করতে হবে।

২. দেশের সকল সাংবাদিক ও সাংবাদিক সংগঠনগুলো তথ্য মন্ত্রণালয়ের অধিনস্থ প্রেস কাউন্সিলের মাধ্যমে শৃঙ্খলা রক্ষায় ও শনাক্তকরণে নিবন্ধন করতে হবে।

৩. রাষ্ট্রীয়ভাবে ৩রা মে বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস ও ১৪ ফেব্রুয়ারি প্রেস কাউন্সিল দিবস পালন করতে হবে।

৪. গণমাধ্যম সংশ্লিষ্ট যে কোন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সংশ্লিষ্ট কমিটিতে ফেডারেশনের মনোনীত ব্যক্তিকে অন্তর্ভুক্ত করতে হবে।

৫. পুলিশ বা সরকারি ব্যক্তি পেশাগত কাজে সাংবাদিকদের বাধা প্রদান করলে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা গ্রহণ করতে হবে।