প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। সেইসব খবর থেকে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
বঙ্গবাজারের মতোই ভয়াবহ আগুনে ১৮ বছর আগে পুড়ে গিয়েছিল রাজধানীর গুলিস্তানের পুরান বাজার হকার্স মার্কেট। ২০০৪ সালের নভেম্বর মাসের সেই অগ্নিকাণ্ডে জীবিকার সম্বল হারিয়েছিলেন ওই মার্কেটের (বিপণিবিতান) ১ হাজার ৬৪৬ জন ব্যবসায়ী।
এর পাশাপাশি অন্যান্য খবরগুলো দেখে আসি—
প্রথম আলো
গুলিস্তান হকার্স মার্কেটের ক্ষতিগ্রস্তরা দোকান পাননি, আশ্বাসেই ১৮ বছর পার
সিটি করপোরেশন থেকে ব্যবসায়ীদের আশ্বাস দেওয়া হয়েছিল, টিনের তৈরি দ্বিতল ওই পোড়া মার্কেটের জায়গায় ১২ তলা ভবন নির্মাণ করে দোকান বরাদ্দ দেওয়া হবে। এ জন্য ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কাছ থেকে কিস্তিতে প্রায় ৫০ কোটি টাকা তোলা হয়েছিল।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন বিভিন্ন সরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, দপ্তর ও সংস্থায় ২৭ শতাংশের বেশি পদ শূন্য আছে। এসব প্রতিষ্ঠানে ৪৯ হাজার ২৩৫ পদ আছে।
যুগান্তর
শিক্ষা বিভাগে শূন্য ২৭ শতাংশ পদ
সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাসিক সমন্বয় সভায় এসব শূন্য পদের বিষয়ে আলোচনা হয়। পরে ওই সভা থেকে শূন্যপদ পূরণে দ্রুত পদক্ষেপ নিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান নির্দেশনা দিয়েছেন।
এনজিও—ননগভর্নমেন্টাল অর্গানাইজেশন বা বেসরকারি উন্নয়ন সংস্থা। দেশী-বিদেশী উৎস থেকে পাওয়া তহবিল কাজে লাগিয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নানা কর্মসূচি ও প্রকল্প গ্রহণ এবং বাস্তবায়ন করে থাকে প্রতিষ্ঠানগুলো।
বণিক বার্তা
বাংলাদেশের রূপান্তরে এনজিও যুগের পরিসমাপ্তি কি
স্বাধীনতার পরের কয়েক দশকে দেশের উন্নয়ন অর্থনীতিতে সংস্থাগুলো বেশ প্রভাবশালী হয়ে উঠেছিল। কিন্তু গত এক দশকে সংস্থাগুলোয় বিদেশ থেকে তহবিল আসা এক প্রকার বন্ধ হয়ে পড়েছে। একই সঙ্গে কমেছে এনজিওগুলোর রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতা। টিকে থাকতে এখন বাণিজ্যিক রূপান্তরের পথ বেছে নিতে হচ্ছে প্রতিষ্ঠানগুলোকে।
মালয়েশিয়া সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের চুক্তির আওতায় দেশটিতে বর্তমানে পর্যায়ক্রমে শ্রমিক পাঠানো হচ্ছে। তারই আওতায় গত ৩০ জানুয়ারি ১৭ জন শ্রমিককে কলিং ভিসায় দেশটিতে পাঠানো হয়।
কালের কণ্ঠ
মালয়েশিয়ায় যাওয়ার স্বপ্ন পরিণত হয়েছে দুঃস্বপ্নে
গত ১৫ ফেব্রুয়ারি গ্রিনল্যান্ড ওভারসিজ (আরএল-৪০) নামের একটি রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়ার আরেকটি কোম্পানিতে ২৯ জন কর্মী পাঠায়। এর মধ্যে ১০ জন শ্রমিককে গ্রহণ করে বাকি ১৯ জনের ইমিগ্রেশন সার্ভারে ডাটা না পাওয়ায় তাঁদেরও ফেরত পাঠানো হয়।
সারা দেশে ছড়িয়ে পড়া মাদক নিয়ন্ত্রণে আনতে সরকার বছর কয়েক আগে ‘যুদ্ধ’ ঘোষণা করে। এরপর কঠোর অবস্থানে দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে। ‘বন্দুকযুদ্ধে’ নিহত হওয়ার ঘটনা ঘটে।
দেশ রূপান্তর
রক্ষক নিজেই ভক্ষক
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) নামে বিশেষায়িত একটি সংস্থাও আছে, যারা আঞ্চলিক কার্যালয়ও রয়েছে। সরকারের একজন অতিরিক্ত সচিবকে অধিদপ্তরটির মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।
বান্দরবানের পাহাড়জুড়ে এখন সবুজের প্লাবন। চৈত্র মাস শেষ না হতেই পুরোনো পাতা বিসর্জন দিয়ে গাছেরা সেজেছে নতুন পত্রপল্লবে। এর মধ্যে চলছে চৈত্রসংক্রান্তি উৎসব পালনের প্রস্তুতি।
প্রতিদিনের বাংলাদেশ
সবুজ পাহাড়ে ফের রক্তের দাগ
পাহাড়ের বিভিন্ন জনগোষ্ঠীর নিজস্ব উৎসবের সম্মিলিত আয়োজন বৈসাবিও সন্নিকটে। এমন আনন্দমুখর পরিবেশ হঠাৎ গুমোট হয়ে গেল রক্তের বন্যায়। আধিপত্য বিস্তারের জের ধরে ফের ভ্রাতৃঘাতী সংঘাতে জড়াল পাহাড়ি দুই সংগঠন। গোলাগুলিতে ঝরে গেল আটটি তাজা প্রাণ।
এছাড়া ইউএনওর বাসায় পচল মানবিক সহায়তার খাবার; ডিজিটাল ব্যবসার ফাঁদে লুটেন ৩৯ কোটি টাকা; পোড়া লোহা টিন বিক্রি ৪০ লাখ টাকায়; সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।