স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অতি দ্রুত পুনর্বাসন চায় বঙ্গবাজার কমপ্লেক্স ব্যবসায়ী সমিতি।
বুধবার (৫ এপ্রিল) বেলা ১১টায় পুড়ে যাওয়া বঙ্গবাজার মার্কেটের সামনে ‘অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সহায় সম্বল হারানো, পথে বসা ব্যবসায়ীদের সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন’- ব্যানারে প্রধানমন্ত্রীর কাছে এ আবেদন জানিয়েছেন ব্যবসায়ীরা।
ব্যবসায়ী আব্দুল ওহাব বলেন, প্রধানমন্ত্রী অত্যন্ত বিনয়ী মানুষ। এদেশের মানুষকে খাওয়াচ্ছেন পড়াচ্ছেন। প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি, আগুনে পুড়ে অসহায় হওয়া ব্যবসায়ীদের অতি দ্রুত মার্কেট তৈরি করে আমাদের পুনর্বাসন করা হোক। আমাদের দাবি একটাই।
ব্যবসায়ী লুৎফুর রহমান বলেন, আমার তিনটি দকানে এক কোটি টাকার সম্পদ পুড়ে ছাই। আমি এখন রাস্তার ফকির। প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন দ্রুত আমাদেরকে পুনর্বাসন করুন।
মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজার মার্কেটে আগুনের সূত্রপাত হয়। পরে তা ছড়িয়ে পড়ে আশপাশের আরো কয়েকটি মার্কেটে। সাড়ে ৬ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনলেও অ্যানেক্সকো ভবন থেকে এখনও মাঝেমধ্যে ধোঁয়া বের হচ্ছে। আগুনে প্রায় ৫ হাজার ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি করা হয়েছে।