হবিগঞ্জের বানিয়াচং এ ০৭ মার্চ ২০২৩ খ্রিঃ ০২.৩০ ঘটিকায় অজয় চন্দ্র দেব, অফিসার ইনচার্জ, বানিয়াচং থানা, হবিগঞ্জ মহোদয়ের দিক-নির্দেশনায় অত্র থানায় কর্মরত এএসআই/ সাদ্দাম হোসেন গ্রেফতারী পরোয়ানা তামিল অভিযান পরিচালনা করিয়া সিআর মামলার ০১ বৎসরের সশ্রম কারাদন্ড এবং চেক-এ উল্লেখিত ৪,০০,০০০/- টাকা অর্থদন্ড অনাদায়ে ০৩ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত আসামী ১। নবী হোসেন, (প্রোঃ জুবায়ের ষ্টোর) পিতা-মৃত রজি উল্যা, সাং-দক্ষিণ নন্দীপাড়া, থানা-বানিয়াচং, জেলা-হবিগঞ্জ কে তাহার নিজ বাড়ী হইতে গ্রেফতার করেন।
এছাড়া এসআই/অঞ্জন কুমার নাহা, এসআই/বাবুল মিয়া, এসআই/মনিরুল ইসলাম, এএসআই/জাকির হোসেন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল অভিযান পরিচালনা করিয়া বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামী ২। মোঃ আঃ রহিম (৫২), পিতা-মৃত সিকদার আলী, সাং-দেশমুখ্যপাড়া, ৩। মোশারফ মিয়া, পিতা-আবুল হোসেন, সাং-তারাসই, ৪। আমিরুল মিয়া আমির উদ্দিন (৫৩), পিতা-আঃ রহিম রহিম উদ্দিন, সাং-তারাসই, ৫। মোঃ ইকবাল মিয়া (৩১) পিতা-মোঃ ফারুক মিয়া, সাং-তারাসই, ৬। মোছাঃ মাখন বিবি, স্বামী-মোঃ সোলেমান মিয়া, ৭। মোঃ ইয়াছিন মিয়া, পিতা-মোঃ সোলেমান মিয়া, উভয় সাং-পাড়াগাঁও, সর্ব থানা-বানিয়াচং, জেলা-হবিগঞ্জদের গ্রেফতার করেন। আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।