রাজধানীর খিলক্ষেতের বোটঘাট নামাপাড়া এলাকায় ছাদে ঘুড়ি ওড়ানোর সময় পড়ে এক পুলিশ সদস্য’র ছেলের মৃত্যু হয়েছে। নিহতের নাম সালমান আদিব অর্ণব (১২)। নিহত আদিব কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার পুলিশ সদস্য মো: রুহুল আমিনের পুত্র। সে পরিবারের সঙ্গে খিলক্ষেতে থানা এলাকায় ভাড়া বাসায় পরিবারের সাথে থাকতো এবং স্থানীয় এজটি স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
আজ শুক্রবার বিকেল ৩ টায় রাজধানীর খিলক্ষেতের বোটঘাট নামাপাড়া চানাচুর গলি এলাকায় এ ঘটনা ঘটে। আজ রাতে সাড়ে ৯ টায় ডিএমপির খিলক্ষেত থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী সাহান হক এক স্কুল ছাত্র মারা যাবার বিষয়টি এ খবর নিশ্চিত করেছেন।
নিহতের পিতা পুলিশ সদস্য মো: রুহুল আমিন জানান, শুক্রবার বিকেলে খিলক্ষেত থানার বোটঘাট নামাপাড়া চানাচুর গলি ৬ তলার তলার ছাদে ঘুড়ি ওড়ানোর সময় শিক্ষার্থী আদিব অসাবধানতাবশত: নিচে পড়ে যায়। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি কাজী সাহান হক জানান, পুলিশ সদস্য রুহুল আমিন ঢাকার এসবি অফিসে কর্মরত আছে। ২ পুত্র ১ কন্যা সন্তানের জনক তিনি। তিন সন্তানের মধ্যে সালমান ছিল সবার বড়। তিনি খিলক্ষেতের ওই ৬ তলা বাড়ির ৫ম তলায় ভাড়া থাকতেন।
এদিকে, আজ রাতে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
এবিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।