মিঠাপুকুরে আলু চাষী, ব্যবসায়ী ও রপ্তানী কারকদের সাথে মতবিনিময় সভা করেছে কৃষি বিভাগ।
শুক্রবার (১০ ফেব্রয়ারি) বিকেলে রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নে এই মতবিনিময় সভার আয়োজন করেন মিঠাপুকুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
সভায় বলা হয়, রংপুরের উৎপাদিত আলু ইতিমধ্যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব, নেপালসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রপ্তানী সফলতার সহিত হচ্ছে। ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকারের এ উদ্যোগ কৃষক ও রপ্তানিকারকদের মধ্যে আশার সঞ্চার ঘটেছে।
মতবিনিময় সভা শেষে মিঠাপুকুর উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল আবেদীন দৈনিক আমাদের মাতৃভূমিকে জানায়, বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন জাতের আলুর চাহিদার কথা মাথায় রেখে অনেক জাতের আলু আবাদে সহায়তা দিচ্ছে কৃষি সম্প্রসারণ বিভাগ। আলুচাষিদের উন্নত আলু চাষের জন্য প্রশিক্ষণ দেয়া হয়েছে। এ ছাড়া উন্নতমানের আলুবীজও সরবরাহ করা হয়।
এখানকার আলু সৌদি আরব, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ মধ্যপ্রাচ্যে সাদা আলুর ব্যাপক চাহিদা রয়েছে। সেই চাহিদার কথা বিবেচনা করে ডায়মন্ড, কুমারিকা, গ্রানুলা, কুম্বিকা এলুয়েট, এস্টারিকস, সানসাইনসহ বিভিন্ন জাতের সাদা আলু উৎপাদনের জন্য কৃষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও উন্নত জাতের আলুবীজ সরবরাহ করা হয়। এবার ফলনও বেশ ভালো হয়েছে। বিদেশে চাহিদা থাকার কারণে চাষীরা ভালো দাম পাবেন।
এজন্য কোয়ালিটি আলু উৎপাদনের জন্য কৃষকদের উদ্বদ্ধ করা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের লক্ষ্য। আলু রপ্তানী বিষয়ে চাষী ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ শাহ আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা উইংয়ের অতিরিক্ত সচিব মাহবুবুল হক পাটোয়ারী, বিশেষ অতিথি ছিলেন, কৃষি ও পানি সম্পদ পরীবীক্ষণ ও মুল্যয়ন বিভাগের মহাপরিচালক সাইফুল ইসলাম, পানি সম্পদ পরীবীক্ষণ ও মুল্যয়ন বিভাগের যুগ্ম প্রধান ফেরদৌসী আখতার প্রমুখ সহ স্থানীয় আলু চাষী এবং ব্যবসায়ীগণ।