কুমিল্লা ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের ৭ম পুনর্মিলনী ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।আজ ১০ই ফেব্রয়ারী শুক্রবার সকালে বেলুন ও পায়রা উড়িয়ে পূর্নমিলনী অনুষ্ঠান উদ্বোধন করেন সেনা প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ,এসবিপি (বার),ওএসপি,এনডিইউ, এএফ ব্লিউসি, পিএসসি.জি.।
উদ্বোধনী বক্তব্যে সেনাপ্রধান বলেন, সেনাপ্রধান সকলের। দেশ উন্নয়নে এগিয়ে যাচ্ছে। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মেজর জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন,৩৩ পদাতিক ডিভিশনের কুমিল্লা এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ মাইনুর রহমান,কুমিল্লা ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্ণেল রিয়াজ আহমেদ চৌধুরী,প্রাক্তন ক্যাডেট একক সংগঠনের ডা, মোহাম্মদ শাহজাহান কামাল।
উদ্বোধন শেষে প্রাক্তন ক্যাডেটদের প্যারেড ও বর্ণীল দেয়াল পত্রিকা পরিদর্শন এবং কুমিল্লা ক্যাডেট কলেজের নবনির্মিত ভবনসমূহের উদ্বোধন করেন সেনাপ্রধান। বৃহস্পতিবার থেকে ৩দিনব্যাপি প্রাক্তন ক্যাডেটদের পূনর্মিলনী বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে শনিবার শেষ হবে।