সিলেটে ব্রিটিশ প্রজন্মের মালিকায় থাকা একমাত্র চাগান কানাইঘাটের লোভাছড়া চা বাগান। ইতিহাসের স্মারক এ বাগানটি সম্পূর্ণ উজাড় করে ফেলেছে দুর্বৃত্তরা। চোরাচানী সিন্ডকেডের দুর্বৃতরা বুধবার ভোর রাতে ঘটনাটি ঘটায়।
এ ঘটনায় থানায় অভিযেগ দায়ের করা হয়েছে। কানাইঘাটের লোভাছড়া চা বাগান প্রকাশিত নানকার বাগানের মালিক ব্রিটশ প্রজন্ম জেমস লিও ফারগুশেন ওরফ নানকা চেয়ারম্যান। নানকা চেয়ারম্যান বর্তমানে বৃটেনে অবস্থান করছেন।
বাগানের ম্যানেজার (ইনচার্জ) ইউসুফ ওসমান জানান, বাগানটি ভারতের মেঘালয়া রাজ্যের সীমান্তিক পর্বত ঘেষা। কানাইঘাট উপজেলার চোরাচালানী সিন্ডিকেট এ বাগানকে ভারতীয় মাদক ও চিনি চোরাচালানের রুট হিসেবে ব্যবহার করতে শুরু করে। এতে সীমান্ত আইন লংঘনের পাশাপাশি বাগানের চা পাতারও ক্ষতি হচ্ছিল।
সম্প্রতি ম্যানজার ইউসুফ ওসমান তাদের বাধা দিলে তারা বাধা উপেক্ষা করে বাগানের উপর দিয়ে চোরাই পণ্য আমদানী অব্যাহত রাখে। এক পর্যায়ে ম্যানজার ইউসুফ বাগানের রাস্তায় বেড়া দিয়ে দেন। এতে করে চোরাই পণ্য আমদানীতে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।
এ কারণে ক্ষিপ্ত হয়ে ওঠে চোরাচালানীরা। তারা বুধবার ভোর রাতে দলবল নিয়ে হানা দিয়ে বাগানে অধিকাংশ চা পাতার গাছ কেটে ফেলে। এতে করে বাগানের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে।
এ ঘটনায় ম্যানজার ইউসুফ ওসমান বাদী হয়ে বুধবার অজ্ঞাতনামা দুর্বৃত্তদের অভিযুক্ত করে কানাইঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন।
কানাইঘাট থানার ওসি গোলাম দস্তগীর অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার তদন্ত চলছে। প্রাথমিক তথ্যের সত্যতা পাওয়ার পর দুর্বৃত্তদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।