লেবার পার্টি আজ ২৯ সেপ্টেম্বর পল্টনের একটি রেস্টুরেন্ট চলমান রাজনীতি ও আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ লেবার পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের বিশেষ সভা অনুষ্ঠিত হয়। দলের মহাসচিব আব্দুল্লাহ আল মামুন’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী। মিটিং সঞ্চালনা করেন প্রচার ও প্রকাশনা সম্পাদক তরিকুল ইসলাম।
আলোচনায় দলের চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী বলেন, ইডেন কলেজের সাম্প্রতিক ঘটনাবলী ছাত্র রাজনীতির চুড়ান্ত নৈতিক অবক্ষয়ের চিত্র। এটা বিচ্ছিন্ন কোন ঘটনা নয়। তিনি বলেন, সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ অপশক্তির নোংরামি রাজনীতির বহিঃপ্রকাশ। সুযোগ্য দেশপ্রেমিক নেতৃত্বের অভাবে রাজনীতি অশ্লীলতা, বেপহায়াপনা ও টাকা কামানোর মেশিনে পরিনত হয়েছে। যার বহিঃপ্রকাশ আমরা ইডেন কলেজ ছাত্রলীগের কার্যকলাপে দেখছি। দুর্বৃত্তায়ন ও অপশক্তি মুক্ত শিক্ষা বান্ধব ছাত্র রাজনীতি চালু এবং মেধাশুন্য সন্ত্রাস নির্ভর ছাত্র রাজনীতি পরিহার করতে হবে।
হামদুল্লাহ আল মেহেদী আরো বলেন, অর্থনৈতিক শোষন, রাজনৈতিক নিপীড়ন ও সাংস্কৃতিক গোলামী থেকে আামাদেরকে বেরিয়ে আসতে হবে। দলের মহাসচিব আবদুল্লাহ আল মামুন বলেন, দেশের প্রয়োজনে প্রত্যেকটি আন্দোলনে ছাত্র রাজনীতির ঐতিহ্য রয়েছে যা আজ ভূলুণ্ঠিত হচ্ছে। ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এতটাই বেপরোয়া যেখানে দেশপ্রেমের বালাই বলতে নাই। ভিন্ন মতের রাজনৈতিক দলকে দমনপিড়ণের মাধ্যমে দেশকে কোথায় নিয়ে যেতে চায় তা আজ সাধারণ জনগণ জানতে চায়। তিনি বলেন তরুণ প্রজন্মের রাজনীতি হতে হবে মেধা, সততা ও দেশপ্রেম নির্ভর।
ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের সন্ত্রাস নির্ভর কার্যকলাপের কারণে সাধারণ শিক্ষার্থীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে সব সময় আতঙ্কের মধ্যে থাকেন। এ অবস্থা থেকে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে গনমুখী রাজনীতি ফিরিয়ে এবং দেশের মানুষের গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করতে হবে।
সভায় উপস্থিত ছিলেন দলের ভাইস- চেয়ারম্যান মোঃ সুরুজ্জামান জামান, মোঃ নাসির উদ্দিন, যুগ্ম মহাসচিব কামরুল ইসলাম সুরুজ, রাজু আহমেদ পোদ্দার, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, প্রাথমিক ও গণ শিক্ষা সম্পাদক হাফিজুর রহমান, মানবাধিকার বিষয়ক সম্পাদক নাহিদা আকতার পপি, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: হাবিবুর রহমান মিলন, শিল্প ও বানিজ্য সম্পাদক মোরশেদ আলম, মহিলা বিষয়ক সম্পাদক মেঘলা ইয়াসমিন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তাজুল ইসলাম , জসীম উদ্দিন, যুব মিশন সদস্য সচিব শাকিল সর্দার।