পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ইসলাম শিক্ষার অন্যতম প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী সাঈফী নগর মাদ্রাসা এর ৫তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ জানুয়ারি ) সকালে উপজেলার টিকিকাটায় সাইফী নগর মাদ্রাসার ক্যাম্পাস প্রাঙ্গনে আমনন্ত্রিত অতিথিবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান পালন করা হয়।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা শায়েখ নেছার উদ্দিন সাঈফী এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আরিফ- উল-হক,মঠবাড়িয়া থানার ওসি কামরুজ্জামান তালুকদার, সরকারি হাতেম আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিন, মোমেনিয়া মাদ্রাসার সুপার মাওলানা শাহজাহান, টিকিকাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন,মঠবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল আকন, বেসিক ব্যাংকের ম্যানেজার সাইফুল ইসলাম প্রমূখ।
এছাড়া বিভিন্ন মাদ্রাসার ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, মাদ্রাসার ম্যানেজিং কমিটির প্রধান, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, ও স্থানীয় গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং মাদ্রাসার শিক্ষাদান পদ্ধতি স্বল্প সময়ে অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরেন মাদ্রাসার শিক্ষারত শিক্ষার্থীরা। ছাত্রদের পরিবেশনা দেখে মুগ্ধ হয়ে অতিথিগণ এই প্রতিষ্ঠানের সফলতা কামনা করেন। উল্লেখ্য- ২০১৮ সালে টিকিকাটা ইউনিয়নের সাইফী নগরে প্রতিষ্ঠিত হয় মাদ্রাসাটি। বহুমুখী এ দ্বীনি প্রতিষ্ঠানটিতে রয়েছে হেফ্জখানা, কিতাব বিভাগ ও জেনারেল শাখা। এছাড়াও ছাত্রদের আন্তর্জাতিক মানসম্পন্ন হিসেবে গড়ে তুলতে শিখানো হয় ইংরেজি ভাষার ব্যবহার। বর্তমানে মাদ্রাসাটিতে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী রয়েছে। মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা শায়েখ নেছার উদ্দিন সাঈফী।