দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে বলিষ্ঠ নেতৃত্ব দেয়া ঐতিহ্যবাহী এই ছাত্রসংগঠন বাঙালির স্বাধিকার অর্জনের লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় ১৯৪৮ সালের ৪ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়।
উপমহাদেশের অন্যতম বৃহৎ ও প্রাচীন এই ছাত্র সংগঠনের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ময়মনসিংহের ভালুকায় পৌর ছাত্রলীগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে। ৪ জানুয়ারী (বুধবার) বাংলাদেশ ছাত্রলীগ ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভালুকা পৌর ছাত্রলীগের আয়োজনে কেক কাটা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।বর্ণাঢ্য র্যালিটি উপজেলার গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।পরবর্তীতে কেক কেটে জন্মদিন পালন করা হয়।
এতে উপস্থিত ছিলেন পৌর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান ফকির রাজীব, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন রোহান, সহ-সভাপতি মুহিব্বুল্লাহ তাসীন, সহ-সভাপতি কামারুজ্জামান, সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান মিজান, সহ-সভাপতি সালমান সাদিক জিসান, সহ-সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম রাব্বি, যুগ্ন সম্পাদক মোঃ সাজ্জাদুল ইসলাম সাগর, সাংগঠনিক সম্পাদক আফতাব উদ্দিন সাজিদ, সাংগঠনিক সম্পাদক মেহেদী এমরানসহ অনেকে উপস্থিত ছিলেন।