চলতি বছরের বিপিএলে রংপুর রাইডার্স গড়েছে বিরল এক নজির। কেননা বিপিএল ইতিহাসে প্রথম দল হিসেবে নিজস্ব মাঠে অনুশীলনের সুযোগ তৈরি করেছে বসুন্ধরার মালিকানাধীন এই দলটি। তাইতো দলটির স্পিন অলরাউন্ডার শেখ মেহেদি হাসান এমন সুযোগকে আইপিএল-বিগ ব্যাশের সাথে তুলনা করছেন।
সোমবার রংপুর রাইডার্সের দলীয় অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন মেহেদি। সেখানে নিজেদের মাঠের প্রসঙ্গ আসলে এই ক্রিকেটার জানান এমন সুবিধা প্রশংসার দাবি রাখে। এমনকি এখানে অনুশীলন করেও শান্তি লাগে বলে জানালেন তিনি।
এ সময় মেহেদি বলেন, ‘অবশ্যই, এটা অনেক প্রশংসনীয় একটা ব্যাপার। দেখেন, বিপিএলে আমরা এরকম সময় ও কোয়ালিটি অনুশীলনের সময় পাই না। যেটা আমরা রংপুরে এ বছর পেয়েছি, এখন থেকে এরকম থাকবে। আইপিএল, বিগ ব্যাশ বা অন্য ফ্র্যাঞ্চাইজিগুলোতে এরকম ফ্যাসিলিটি থাকে। এ প্রথম রংপুর প্লেয়ারদের জন্য এমন ফ্যাসিলিটিজ তৈরি করে দিয়েছে। এখানে অনুশীলন করে খুব শান্তি লাগছে।’
শেষ কিছু দিনে জাতীয় দলে নেই মেহেদি। আপাতত জাতীয় দল নিয়ে চিন্তা না করে বিপিএল নিয়েই ভাবতে চান এই ক্রিকেটার। এছাড়া নিজের স্কিলের উন্নতিতে চোখ রাখতে চান রংপুরের এই ক্রিকেটার।
মেহেদি বলছিলেন, ‘আমি দলে (জাতীয় দল) ফেরা গুরুত্বপূর্ণ মনে করি না। আমি বর্তমান যে টুর্নামেন্ট খেলছি, এটার ওপর ডিপেন্ড করি। এটা কতটুকু আগাতে পারবে। জাতীয় দল এটা আমার হাতে না। আমার হাতে আছে যেখানে খেলছি, সেখানে কীভাবে পারফর্ম করবো। কিংবা স্কিলে উন্নতি করবো। কারণ উন্নতির তো শেষ নেই। আমার লক্ষ্য যেভাবে স্কিল উন্নতি করা যায় আর কি!’