হবিগঞ্জে ৩১ শে ডিসেম্বর ২২খ্রিঃ ১২.৪০ ঘটিকায় বানিয়াচং থানার বিথঙ্গল পুলিশ ফাঁড়ীতে কর্মরত এএসআই/নজরুল ইসলাম, এসআই/হুমায়ুন কবির সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় ডিউটি করাকালে গোপনসূত্রে সংবাদ প্রাপ্ত হন যে, ১৫নং পৈলারকান্দি ইউ/পির কুমড়ী বাজারে আসামী
১। মোঃ হক মিয়া (৩৬), পিতা-মৃত আব্দুল ছোবহান, সাং-কেওয়ারজোড়, থানা-মিঠামইন, জেলা-কিশোরগঞ্জ ও তাহার সহযোগী অজ্ঞাতনামা ৩/৪ জন আসামীগণ কিশোরগঞ্জ হইতে ০২টি মোটর সাইকেল (ক) ০১টি কালো রংয়ের রেজিঃ নাম্বার বিহীন ১০০সিসি ডিসকভার মোটর সাইকেল, যাহার ইঞ্জিন নং- JBYWKC86052, চেসিস নং- MD2815AY9KWD93688, মূল্য অনুমান ১,৩০,০০০/-(এক লক্ষ ত্রিশ হাজার) টাকা এবং (খ) ০১টি নীল রংয়ের রেজিঃ নাম্বার বিহীন ১৬৫সিসি রানার মোটর সাইকেল, যাহার ইঞ্জিন নং- RB124BAB220202895, চেসিস নং-BRBPBT220202895, মূল্য অনুমান ২,০০,০০০/-(দুই লক্ষ) টাকা উক্ত বাজারে আনিয়া বিক্রি করাকালে তাহাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় মোটর সাইকেল এর মালিকানা জিজ্ঞাসাবাদ করিলে মোঃ হক মিয়া সন্তোষজনক জবাব ও মোটর সাইকেল এর কাগজাদি উপস্থাপন করিতে পারেন না। অপরাপর অজ্ঞাতনামা ৩/৪ জন উক্ত স্থান হইতে পালাইয়া যায়।
আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামী ও পলাতক আসামীগন পরষ্পর যোগসাজশে কিশোরগঞ্জ এবং হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকা হইতে অভ্যাসগতভাবে দীর্ঘদিন যাবত মোটর সাইকেল চুরি করিয়া উক্ত চোরাই মোটরসাইকেল বানিয়াচং থানার বিভিন্ন এলাকা সহ আশেপাশের বিভিন্ন এলাকার লোকজনের নিকট বিক্রয় করিয়া আসিতেছে মর্মে স্বীকার করে। আসামী ও পলাতক অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়। আসামীকে বিচারার্থে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।