নতুন বছরের প্রথম দিনে মাননীয় প্রধানমন্ত্রীর শুভেচ্ছাস্বরুপ বিনামূল্যে সারাদেশে বই বিতরণের অংশ হিসেবে আজমিরীগঞ্জ উপজেলা র বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ করা হয়।
রবিবার ১ জানুয়ারী সকাল এগারোটায় আজমিরীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এ বি সি হাইস্কুলের মাঠে আয়োজিত বই উৎসব ২০২৩ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ ২ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধু স্বপ্ন দেখতেন এ দেশ একদিন স্বাধীন হবে।স্বাধীন দেশে প্রতিটি ছেলে মেয়ে শিক্ষার আলোয় উদ্ভাসিত হবে।এই দেশে কেউ ভুমিহীন গৃহহীন থাকবে না।প্রতি ক্ষেএে যোগাযোগ ব্যবস্তার উন্নয়ন হবে। বিনামূল্যে দেশের মানুষের শিক্ষা ও স্বাস্থ্য সেবা নিশ্চিত হবে।আজ প্রধান মন্ত্রীর দূরদর্শি নেতৃত্বের ফলে তা বাস্তবায়ন হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা সালেহা সুমির সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বই উৎসব এ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মর্তুজা হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী সরকার,আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজীব, আজমিরীগঞ্জ থানার ওসি মোঃ মাসুক আলী। উক্ত অনুষ্ঠানে অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা বনি আমিন খান, উপজেলা আওয়ামিলীগ এর সভাপতি মেজবাহ উদ্দিন ভূইয়া, সাধারণ সম্পাদক মনোয়ার আলী, জেলা পরিষদের সাবেক সদস্য নজমুল হাসান, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফুল ইসলাম মোবারুল সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ ও সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বৃন্দ,এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।