সুনামগঞ্জে নবরুপা বিউটি পার্লার ও আশরাফী ফ্যাশন ডিজাইনের ফিতা ও কেক কেটে নব উদ্যেমে যাত্রা শুরু করেন নারী উদ্যেক্তারা।
০১ জানুয়ারী রোজ রবিবার সন্ধ্যা ৬ ঘটিকার সময় সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজ রোড বাঁধনপাড়ায় কেক কেটে শুভ উদ্ভোধন করা হয়। এসময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ মহিলা সংস্থার চেয়ারম্যান, উইমেন্স চেম্বার অব কমার্সের সভাপতি এবং জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হুসনা হুদা।
উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য ও বাংলাদেশ মানবাধিকার কমিশনের জেলা সভাপতি সেলিনা আবেদীন। নবরুপা বিউটি পার্লারের নারী উদ্যেক্তা রিনা বেগম,ফাতেমা বেগম, সহ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে হুসনা হুদা বলেন,আজ নবরুপার উদ্ভোধনী অনুষ্ঠানে এসে সত্যি আমি আনন্দিত। আমাদের নারীরা আজ উদ্যেক্তা হিসাবে বের হচ্ছে তারা নিজেই হাতের কাজ করে এগিয়ে যাচ্ছে।
তিনি এসময় নারী উদ্যেক্তাদের উৎসাহ উদ্দীপনা দেন। এবং যথাযথ সহযোগিতা করবেন বলে আস্বস্ত করেন। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্যেক্তাদের বিভিন্নরকম সহযোগিতা করছেন, বিভিন্ন ট্রেডের মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছেন। যাতে করে নারীরা কাজ শিখে স্বাবলম্বী হতে পারে। তাই, আমি আহ্বান করছি,আপনারা আসেন, প্রয়োজনে আমরা আপনাদেরকে লোনের ব্যবস্হা করে সহযোগিতা করবো।
নবরুপা বিউটি পার্লারের উদ্যেক্তা রিনা বেগম বলেন, আমরা কয়েকজন নারী উদ্যেক্তা মিলে এই নবরুপা বিউটি পার্লারটি শুরু করি।সেই সাথে,নিজ হাতের তৈরি করা ভালো মানের আঁচার, বিভিন্নরকমের কেক, সহ হাতের নানা কাজ আমরা পারি এবং হোম ডেলিভারি দেই। আমরা কাজ করছি যাতে করে ব্যবসার মাধ্যমে স্বাবলম্বী হতে পারি।