ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কিস্তির টাকা দিতে না পারায় গরু ছিনিয়ে নিয়ে গেলেন এনজিও মাঠকর্মীরা রংপুরের মিঠাপুকুরে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ভোলায় শহীদ পরিবারদের কোটি টাকার সহায়তা দিল- জামায়াতে ইসলাম জাতিসংঘের ৭৯তম অধিবেশন যোগ দিতে নিউইয়র্কে দৈনিক তরুণ কণ্ঠ সম্পাদক রফিকুল ইসলাম শান্ত বাংলাদেশে অভ্যুত্থানের পর আমেরিকা প্রকাশ্যে এসে বড় ঘোষণা চট্টগ্রাম মহাসড়কের ছোট দারোগার হাট বাজার এলাকায় উল্টো পথে আসা ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ বোরহানউদ্দিনে পৌর যুবদলের সদস্য সচিব আবু জাফর মৃধা’র বসতবাড়িতে হামলা বনানীর আবাসিক হোটেলে মিলল ৯৮৪ বোতল বিদেশি মদ গাজীপুর কাস্টমসের পিওন কাওসারের কোটি টাকার সম্পত্তি পিলখানা হত্যাকাণ্ডকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ আখ্যায়িত করার দাবি

মেসির অপেক্ষায় এমবাপে

১০ দিন আগেই বিশ্বকাপের ফাইনাল খেলেছেন। ৮ গোল করে হয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতাও। তবুও দলকে জেতাতে পারলেন না শিরোপার মুকুট। সব ক্লান্তি আর হতাশাকে পেছনে ফেলে বিশ্বকাপ মিশন শেষের তিন দিনের মাথায় এলেন ক্লাবের ক্যাম্পে। প্রথম ম্যাচেই রুদ্ধশ্বাস গোলে দলকে জেতালেন শেষ মুহূর্তে। কিলিয়ান এমবাপে মানেই যেন লড়াকু এক যোদ্ধা।

এমবাপের সঙ্গে একই দিনে ফাইনাল খেলেছেন লিওনেল মেসি। ক্লাব পর্যায়ে একই দলে খেলা এই দুই তারকার লড়াইটা বেশ জমেছিল ফাইনালে। তবে শেষ হাসি হেসেছেন মেসি। ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে দলকে জেতালেন বিশ্বসেরার শিরোপা। এমন অর্জনের পর উদযাপন তো আবশ্যকই। তাই আনন্দ উদযাপনে লম্বা ছুটি নিয়েছেন মেসি।

ফাইনাল ম্যাচের পরও মেসির সঙ্গে কথা বলেছিলেন এমবাপে। একই ক্লাবের তারকাকে জানিয়েছেন শুভেচ্ছাও। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ম্যাচ শেষ হওয়ার পর মেসিকে শুভেচ্ছা জানিয়েছিলাম। সারা জীবনের সবচেয়ে বড় পুরস্কার পেল। আমার কাছেও সুযোগ ছিল। কিন্তু আমি ব্যর্থ হয়েছি। লিওর ফেরার জন্য অপেক্ষা করব। ওর সঙ্গে নতুন জয় এবং নতুন লক্ষ্য স্থির করব।’

তবে ফাইনালে সেই হার যে মন থেকে মুছে ফেলতে পারবেন না, সেটাও জানিয়ে দিয়েছেন এমবাপে। বলেছেন, ‘মনে হয় না এত সহজে ওই স্মৃতির থেকে মুক্তি পাব। কখনওই হয়তো সেটা সম্ভব হবে না। তবু ক্লাবের হয়ে খেলার জন্য ফিরে এসেছি। সতীর্থদের বলেছি, জাতীয় দলের হয়ে আমার যে ব্যর্থতা, তার ফল যাতে ক্লাবকে ভুগতে না হয় সেই চেষ্টাই করব। দুটো আলাদা জায়গা। মিলিয়ে ফেললে চলবে না। বিশ্বকাপে আমার ব্যর্থতার জন্য পিএসজি দায়ী ছিল না। নিজের সর্বশক্তি নিয়ে, ইতিবাচক মনোভাবের সঙ্গে ফিরতে চেয়েছিলাম। ফাইনালে যা হয়েছে সেটা কোনও ভাবেই বদলানো যাবে না। তাই প্রতি ম্যাচেই নিজের সেরাটা দিতে চাই।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কিস্তির টাকা দিতে না পারায় গরু ছিনিয়ে নিয়ে গেলেন এনজিও মাঠকর্মীরা

মেসির অপেক্ষায় এমবাপে

আপডেট সময় ০৪:১৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২

১০ দিন আগেই বিশ্বকাপের ফাইনাল খেলেছেন। ৮ গোল করে হয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতাও। তবুও দলকে জেতাতে পারলেন না শিরোপার মুকুট। সব ক্লান্তি আর হতাশাকে পেছনে ফেলে বিশ্বকাপ মিশন শেষের তিন দিনের মাথায় এলেন ক্লাবের ক্যাম্পে। প্রথম ম্যাচেই রুদ্ধশ্বাস গোলে দলকে জেতালেন শেষ মুহূর্তে। কিলিয়ান এমবাপে মানেই যেন লড়াকু এক যোদ্ধা।

এমবাপের সঙ্গে একই দিনে ফাইনাল খেলেছেন লিওনেল মেসি। ক্লাব পর্যায়ে একই দলে খেলা এই দুই তারকার লড়াইটা বেশ জমেছিল ফাইনালে। তবে শেষ হাসি হেসেছেন মেসি। ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে দলকে জেতালেন বিশ্বসেরার শিরোপা। এমন অর্জনের পর উদযাপন তো আবশ্যকই। তাই আনন্দ উদযাপনে লম্বা ছুটি নিয়েছেন মেসি।

ফাইনাল ম্যাচের পরও মেসির সঙ্গে কথা বলেছিলেন এমবাপে। একই ক্লাবের তারকাকে জানিয়েছেন শুভেচ্ছাও। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ম্যাচ শেষ হওয়ার পর মেসিকে শুভেচ্ছা জানিয়েছিলাম। সারা জীবনের সবচেয়ে বড় পুরস্কার পেল। আমার কাছেও সুযোগ ছিল। কিন্তু আমি ব্যর্থ হয়েছি। লিওর ফেরার জন্য অপেক্ষা করব। ওর সঙ্গে নতুন জয় এবং নতুন লক্ষ্য স্থির করব।’

তবে ফাইনালে সেই হার যে মন থেকে মুছে ফেলতে পারবেন না, সেটাও জানিয়ে দিয়েছেন এমবাপে। বলেছেন, ‘মনে হয় না এত সহজে ওই স্মৃতির থেকে মুক্তি পাব। কখনওই হয়তো সেটা সম্ভব হবে না। তবু ক্লাবের হয়ে খেলার জন্য ফিরে এসেছি। সতীর্থদের বলেছি, জাতীয় দলের হয়ে আমার যে ব্যর্থতা, তার ফল যাতে ক্লাবকে ভুগতে না হয় সেই চেষ্টাই করব। দুটো আলাদা জায়গা। মিলিয়ে ফেললে চলবে না। বিশ্বকাপে আমার ব্যর্থতার জন্য পিএসজি দায়ী ছিল না। নিজের সর্বশক্তি নিয়ে, ইতিবাচক মনোভাবের সঙ্গে ফিরতে চেয়েছিলাম। ফাইনালে যা হয়েছে সেটা কোনও ভাবেই বদলানো যাবে না। তাই প্রতি ম্যাচেই নিজের সেরাটা দিতে চাই।’