ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

পুলিশের ওপর হামলা : জামায়াতের ১০ নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরে ঝটিকা মিছিল থেকে পুলিশের ওপর হামলার অভিযোগে দায়ের হওয়া মামলায় জামায়াতের ১০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৫ ডিসেম্বর) দিবাগত রাতে নগরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন আলী আজগর (৩১), মজিবুল হক জাবেদ (৩৩), মো. আকতার হোসেন (২৫), মো. আবুল কালাম আজাদ (৪৫), লুৎফর রহমান ওরফে আলম (৪৬), মো. তৌহিদুল ইসলাম (৪০), মো. বদরুদ্দোজা ওরফে ভূট্টু (৪২), মুজ্জাম্মিনুল হক ওরফে মোজাম্মেল (৩০), মো. জসিম উদ্দিন (৩৮) ও মো. হারুনুর রশিদ (৫৫)।

এ ঘটনায় ওইদিন দুপুরে নগর জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ শাহজাহান ও সাধারণ সম্পাদক নুরুল আমিনসহ মোট ১৮ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করে পুলিশ। মামলাটিতে অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়। ওইদিন মিছিলের পরপর গ্রেপ্তার নয়জনকে মামলাটিতে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছিল। এরপর বাকি আসামিদের গ্রেপ্তারে মাঠে নামে পুলিশের একাধিক টিম। রোববার দিবাগত রাতে নগরের বিভিন্ন এলাকা থেকে জামায়াতের ১০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, ঝটিকা মিছিল থেকে পুলিশের ওপর হামলা ও নাশকতার ঘটনার পর বিশেষ অভিযানে নামে পুলিশ। রোববার দিবাগত রাতে গ্রেপ্তার ১০ জনকে ৩ দিনের রিমান্ড আবেদন করে আজ সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুলিশের ওপর হামলা : জামায়াতের ১০ নেতা-কর্মী গ্রেপ্তার

আপডেট সময় ০২:৩৮:০৬ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২

চট্টগ্রাম নগরে ঝটিকা মিছিল থেকে পুলিশের ওপর হামলার অভিযোগে দায়ের হওয়া মামলায় জামায়াতের ১০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৫ ডিসেম্বর) দিবাগত রাতে নগরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন আলী আজগর (৩১), মজিবুল হক জাবেদ (৩৩), মো. আকতার হোসেন (২৫), মো. আবুল কালাম আজাদ (৪৫), লুৎফর রহমান ওরফে আলম (৪৬), মো. তৌহিদুল ইসলাম (৪০), মো. বদরুদ্দোজা ওরফে ভূট্টু (৪২), মুজ্জাম্মিনুল হক ওরফে মোজাম্মেল (৩০), মো. জসিম উদ্দিন (৩৮) ও মো. হারুনুর রশিদ (৫৫)।

এ ঘটনায় ওইদিন দুপুরে নগর জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ শাহজাহান ও সাধারণ সম্পাদক নুরুল আমিনসহ মোট ১৮ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করে পুলিশ। মামলাটিতে অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়। ওইদিন মিছিলের পরপর গ্রেপ্তার নয়জনকে মামলাটিতে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছিল। এরপর বাকি আসামিদের গ্রেপ্তারে মাঠে নামে পুলিশের একাধিক টিম। রোববার দিবাগত রাতে নগরের বিভিন্ন এলাকা থেকে জামায়াতের ১০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, ঝটিকা মিছিল থেকে পুলিশের ওপর হামলা ও নাশকতার ঘটনার পর বিশেষ অভিযানে নামে পুলিশ। রোববার দিবাগত রাতে গ্রেপ্তার ১০ জনকে ৩ দিনের রিমান্ড আবেদন করে আজ সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।