সেমিফাইনাল থেকে বদলে গেছে বিশ্বকাপের বল। এবার বদলে গেছে সংবাদ সম্মেলনের ভেন্যুও। এত দিন ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলন হয়েছে তুলনামূলক ছোট্ট কক্ষে। সেমিফাইনালের জন্য মেইন মিডিয়া সেন্টারের ভার্চুয়াল স্টেডিয়ামকে বেছে নিয়েছে ফিফা।
ভার্চুয়াল স্টেডিয়ামের সম্মেলনে প্রথমে এলেন আর্জেন্টিনার নিকলাস টালিয়াফিকো। নক আউটের দুই ম্যাচে ক্রোয়েশিয়া অতিরিক্ত সময়ে খেলা টেনেছে। আর্জেন্টিনা ম্যাচেও এই কৌশল করতে পারে। এর বিপরীতে আর্জেন্টিনার পরিকল্পনাটা পরিষ্কারই বললেন নিকোলাস, ‘তাদের পরিকল্পনা থাকতেই পারে। আমরা আমাদের খেলাটাই খেলব। অন্য কিছু ভাবছি না।’
নিকোলাস কয়েকটি প্রশ্নের উত্তর দেয়ার পরই আসেন কোচ স্ক্যালোনি। তিনিও এই কথার পুনরাবৃত্তি করেছেন, ‘আমরা আমাদের স্টাইলেই খেলব। এর কোনো পরিবর্তন ঘটাব না।’ নিজেদের স্টাইল নিয়ে অটুট থাকলেও প্রতিপক্ষ নিয়ে ঠিকই কাটাছেড়া করছেন, ‘আমরা ক্রোয়েশিয়াকে নিয়ে বিশ্লেষণ করছি। আজও করব।’
রাশিয়া বিশ্বকাপে একই গ্রুপে পড়েছিল আর্জেন্টিনা-রাশিয়া। সেই গ্রুপ পর্বের ম্যাচে ক্রোয়েশিয়া আর্জেন্টিনাকে হারিয়েছিল ৩-০ গোলে। চার বছর পর প্রতিশোধ নেয়ার সুযোগ মেসিদের সামনে। মেসিদের গুরু অবশ্য চার বছরের বিষয়টি গুরুত্ব দিচ্ছেন না, ‘আমরা আগামীকালের ম্যাচে জিতে ফাইনাল খেলতে চাই।’
আর্জেন্টিনার প্রাণভোমরা যেমন মেসি, তেমনি ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ। সেই মদ্রিচকে নিয়ে বিশেষ ভাবনা রয়েছে আর্জেন্টিনার, ‘নিঃসন্দেহে মদ্রিচ অসাধারণ খেলোয়াড়। তিনি অবশ্যই আমাদের পরিকল্পনার বড় অংশ জুড়ে থাকবেন।’
নক আউট পর্বের দুই ম্যাচেই আর্জেন্টিনা শেষ সময়ে গোল হজম করেছে। এ নিয়ে শঙ্কিত না হলেও সতর্ক থাকার চেষ্টা আর্জেন্টিনা কোচের, ‘এই বিষয়টি গুরুত্বপূর্ণ। আমরা এই ম্যাচে বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকব।’