ঢাকা ১২:২৪ অপরাহ্ন, সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেতু বিভাগের নতুন সচিব ফাহিমুল ইসলাম হিজবুল্লাহর রকেটের আঘাতে কাঁপল ইসরাইলের তৃতীয় বৃহত্তম শহর স্বামী-স্ত্রীর মরদেহের পাশে পড়ে ছিল চিরকুট। স্টার কাবাবে বাসি খাবার, প্রতিবাদ করায় রক্তাক্ত গ্রাহক রাজবাড়ীতে মহাসড়কে গাছ ফেলে যানবাহনে ডাকাতি র‌্যাব-১৩ এর পৃথক অভিযানে ১৩১১ বোতল ফেনসিডিলসহ শীর্ষ ০৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার কলেজ শিক্ষক জসিমের সিন্ডিকেটের অবৈধ ঔষধ ও চোরাই মোবাইলের রমরমা বাণিজ্য !! বেকারত্ব কমিয়ে আনা অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য : নাহিদ ইসলাম চাঁপাইনবাবগঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত দেশের ক্রান্তিলগ্নে সেনাবাহিনী মানুষের পাশে দাঁড়িয়েছে

নয়াপল্টনের সড়ক চালু হলেও বিএনপি কার্যালয়ে ঝুলছে তালা

বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর প্লেস অব অকারেন্স (পিও) উল্লেখ করে দলটির কার্যালয় বন্ধ করেছিল আইনশৃঙ্খলা বাহিনী। একাধিক মামলা, দলীয় শীর্ষ নেতাসহ পাঁচ শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার ও শর্ত সাপেক্ষে গোলাপবাগে সমাবেশের পর শনিবার (১০ ডিসেম্বর) রাতে ১১টার দিকে বিএনপি দলীয় কার্যালয়ের নিয়ন্ত্রণ ছেড়েছে তারা। সেই সঙ্গে নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল সড়কও খুলে দেওয়া হয়েছে।

এদিকে কার্যালয় খুলে দিলেও রোববার (১১ ডিসেম্বর) বেলা ১১টা পর্যন্ত আসেননি কোনো নেতাকর্মী।

dhakapost

নয়াপল্টনে বিএনপি দলীয় কার্যালয়ে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সদস্য সোহেল ঢাকা পোস্টকে বলেন, পুলিশ তালা ঝুলিয়েছিল। এই কয়দিন বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন থাকতে দেখেছি। তবে কাল রাত ১০টার পর পুলিশ চলে যায়। পরে কাল রাতেই কার্যালয় উন্মুক্ত করা হয়। তবে আজ সকাল ১১টা পর্যন্ত কার্যালয়ের খুলে দেওয়া হয়নি।

রোববার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিএনপি কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলছে, পাশের সিঁড়ির গেটও তালাবদ্ধ। সেখানে ভেতরে বসে থাকতে দেখা যায় নিরাপত্তা কর্মী সোহেলকে। নিচতলার পুরো ফ্লোর এলোমেলো রয়ে গেছে। এ সময় বড় বড় ডেগ পড়ে থাকতে দেখা যায়।

dhakapost

এদিকে গত তিনদিন ধরে পুলিশি বেরিকেটে আটকে রাখা নাইটিঙ্গেল মোড় ও ফকিরাপুল মোড়ে এখনো বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। সড়ক থেকে কাঁটাতারের বেরিকেট সরানো হয়েছে। তবে দুই মোড়েই পুলিশের এপিসি ও জলকামান রাখা হয়েছে।

ট্রাফিক পুলিশের সদস্যরা জানান, সকাল থেকে এই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। বেরিকেট না থাকায় যান চলাচল করছে। তবে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ভিড় দেখা যায়নি।

dhakapost

যোগাযোগ করা হলে প্রশাসন থেকে কোনো বাধা নেই, বিএনপি সিনিয়র নেতারা কেন্দ্রীয় কার্যালয়ে এসে তাদের কার্যক্রম চালাতে পারে বলে জানিয়েছেন ডিএমপির মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান।

তিনি ঢাকা পোস্টকে বলেন, পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর তাদের কার্যালয়ে অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে নাশকতামূলক উপকরণ জব্দ করা হয়। পরে মামলা দায়ের হলে বেশ কয়েকজন সিনিয়র নেতাসহ চার শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।

dhakapost

তিনি বলেন, সংঘর্ষের পর বিএনপির দলীয় কার্যালয়কে আমরা আইনের ভাষায় বলছি, প্লেস অফ অকারেন্স (পিও) বলে উল্লেখ করেছি। যে কারণে আমরা বিএনপির দলীয় কার্যালয় কর্ডন করা হয়েছিল। তবে কাল রাতেই কার্যালয়টি খুলে দেওয়া হয়েছে। এখন সবকিছু স্বাভাবিক। বিএনপি নেতাকর্মীরা চাইলেই কার্যালয়ে এসে তাদের দলীয় কর্মকাণ্ড পরিচালনা করতে পারেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সেতু বিভাগের নতুন সচিব ফাহিমুল ইসলাম

নয়াপল্টনের সড়ক চালু হলেও বিএনপি কার্যালয়ে ঝুলছে তালা

আপডেট সময় ০১:০০:০৫ অপরাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২

বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর প্লেস অব অকারেন্স (পিও) উল্লেখ করে দলটির কার্যালয় বন্ধ করেছিল আইনশৃঙ্খলা বাহিনী। একাধিক মামলা, দলীয় শীর্ষ নেতাসহ পাঁচ শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার ও শর্ত সাপেক্ষে গোলাপবাগে সমাবেশের পর শনিবার (১০ ডিসেম্বর) রাতে ১১টার দিকে বিএনপি দলীয় কার্যালয়ের নিয়ন্ত্রণ ছেড়েছে তারা। সেই সঙ্গে নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল সড়কও খুলে দেওয়া হয়েছে।

এদিকে কার্যালয় খুলে দিলেও রোববার (১১ ডিসেম্বর) বেলা ১১টা পর্যন্ত আসেননি কোনো নেতাকর্মী।

dhakapost

নয়াপল্টনে বিএনপি দলীয় কার্যালয়ে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সদস্য সোহেল ঢাকা পোস্টকে বলেন, পুলিশ তালা ঝুলিয়েছিল। এই কয়দিন বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন থাকতে দেখেছি। তবে কাল রাত ১০টার পর পুলিশ চলে যায়। পরে কাল রাতেই কার্যালয় উন্মুক্ত করা হয়। তবে আজ সকাল ১১টা পর্যন্ত কার্যালয়ের খুলে দেওয়া হয়নি।

রোববার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিএনপি কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলছে, পাশের সিঁড়ির গেটও তালাবদ্ধ। সেখানে ভেতরে বসে থাকতে দেখা যায় নিরাপত্তা কর্মী সোহেলকে। নিচতলার পুরো ফ্লোর এলোমেলো রয়ে গেছে। এ সময় বড় বড় ডেগ পড়ে থাকতে দেখা যায়।

dhakapost

এদিকে গত তিনদিন ধরে পুলিশি বেরিকেটে আটকে রাখা নাইটিঙ্গেল মোড় ও ফকিরাপুল মোড়ে এখনো বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। সড়ক থেকে কাঁটাতারের বেরিকেট সরানো হয়েছে। তবে দুই মোড়েই পুলিশের এপিসি ও জলকামান রাখা হয়েছে।

ট্রাফিক পুলিশের সদস্যরা জানান, সকাল থেকে এই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। বেরিকেট না থাকায় যান চলাচল করছে। তবে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ভিড় দেখা যায়নি।

dhakapost

যোগাযোগ করা হলে প্রশাসন থেকে কোনো বাধা নেই, বিএনপি সিনিয়র নেতারা কেন্দ্রীয় কার্যালয়ে এসে তাদের কার্যক্রম চালাতে পারে বলে জানিয়েছেন ডিএমপির মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান।

তিনি ঢাকা পোস্টকে বলেন, পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর তাদের কার্যালয়ে অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে নাশকতামূলক উপকরণ জব্দ করা হয়। পরে মামলা দায়ের হলে বেশ কয়েকজন সিনিয়র নেতাসহ চার শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।

dhakapost

তিনি বলেন, সংঘর্ষের পর বিএনপির দলীয় কার্যালয়কে আমরা আইনের ভাষায় বলছি, প্লেস অফ অকারেন্স (পিও) বলে উল্লেখ করেছি। যে কারণে আমরা বিএনপির দলীয় কার্যালয় কর্ডন করা হয়েছিল। তবে কাল রাতেই কার্যালয়টি খুলে দেওয়া হয়েছে। এখন সবকিছু স্বাভাবিক। বিএনপি নেতাকর্মীরা চাইলেই কার্যালয়ে এসে তাদের দলীয় কর্মকাণ্ড পরিচালনা করতে পারেন।