মালদ্বীপের মিয়াঞ্জ ইন্টারন্যাশনাল কলেজ থেকে সম্মানসূচক অ্যাম্বাসেডর অব অ্যাগ্রিকালচার অ্যাওয়ার্ড পেয়েছেন কৃষি উন্নয়নে গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। কলেজের অষ্টম সমাবর্তনের অনুষ্ঠানে এই পুরস্কার পেয়েছেন তিনি।
১৬ বছর আগে প্রতিষ্ঠিত মিয়াঞ্জ ইন্টারন্যাশনাল কলেজের অষ্টম সমাবর্তন অনুষ্ঠানে প্রায় ৫০০০ শিক্ষার্থীর মধ্যে গ্রাজুয়েট হয়েছেন ৮১৭ জন। এরমধ্যেই কৃষি বিষয়ক কোর্সটি ওই দেশের রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে।
উদ্যোক্তারা জানান, শাইখ সিরাজের মাটি ও মানুষের টিভি প্রোগ্রামে অনুপ্রাণিত হয়ে কৃষি কোর্স ও কৃষি গবেষণা কেন্দ্র চালু করেছেন।
সমাবর্তন অনুষ্ঠানে অতিথির বক্তব্যে মালদ্বীপে বাংলাদেশের হাইকমিশনার এস. এম. আবুল কালাম আজাদ বলেন, বাংলাদেশি মালিকানাধীন আহমেদ মোত্তাকির প্রতিষ্ঠিত মিয়াঞ্জ ইন্টারন্যাশনাল কলেজেটির কৃষি বিষয়ক কোর্স পরিচালনা এবং গবেষণায় তাদের সাফল্য চোখের পড়ার মতো। যা মালদ্বীপে বাংলাদেশি প্রবাসীদের জন্য সুনাম অর্জনের এক মাইলফলক।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মালদ্বীপের উচ্চশিক্ষামন্ত্রী ইব্রাহিম হাসান।