পিরোজপুরের মঠবাড়িয়ায় স্ত্রীর দেয়া যৌতুক মামলায় স্বামী মোস্তাফিজুর রহমান কারাগারে রয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মিরুখালী ইউনিয়নের দেবীপুর গ্রামে। ভুক্তভোগী এক সন্তানের জননী মিম আক্তার দেবীপুর গ্রামের বাসিন্দা মোফাজ্জেল সিকদারের মেয়ে। মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৪ ই নভেম্বর পার্শ্ববর্তী ভান্ডারিয়া উপজেলার ইকরি গ্রামের বাসিন্দা আমির হোসেনের ছেলে মোস্তাফিজুর রহমানের সাথে মিম আক্তারের ইসলামী শরিয়াত মোতাবেক বিবাহ হয়। তাদের সংসারে দেড় বছরের মাকসুদুর রহমান নামের একটি পুত্র সন্তান রয়েছে। বিবাহের পর থেকেই আসামী মোস্তাফিজুর রহমান বিভিন্ন সময়ে ভুক্তভোগী মিম আক্তারকে মারধর সহ যৌতুকের দাবি করে। একপর্যায়ে ভুক্তভোগী স্বামী মোস্তাফিজুর রহমানের নির্যাতন সইতে না পেরে বাবার বাড়ি চলে আসে এবং মঠবাড়িয়া বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট এর আদালতে স্বামী মোস্তাফিজুর রহমান, শ্বশুর আমির হোসেন, শ্বাশুড়ি সাহিদা আক্তার লাইলী এই তিনজনকে আসামী করে যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় (সি,আর কেস নং- ৬৬৬/২৪) একটি মামলা করেন। বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট মামলাটি আমলে নিয়ে প্রথমে সমন প্রদান করেন। পরে আসামী মোস্তাফিজুর রহমান আদালতের ধার্য তারিখে হাজিরা দেন নাই এবং অন্য তারিখে হাজিরা দিয়ে জামিনের আবেদন করলে ১৬ ই মার্চ বিচারক মোস্তাফিজুর রহমানের জামিন বাতিল করে পিরোজপুর জেলা কারাগারে প্রেরন করেন। এদিকে ভুক্তভোগী মিম আক্তার অসুস্থ ছেলেকে নিয়ে অসহায়ের জিবন পার করছেন। তিনি বাংলাদেশ সরকারের কাছে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন। বিষয়টি সম্পর্কে অভিযুক্ত মোস্তাফিজুর রহমানের বাবা আমির হোসেন জানান, আমরা উক্ত বিষয়টি মিমাংসার মাধ্যমে ছেলের বউ মিম আক্তারকে বাড়িতে আনতে চাই।
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় বিয়ের পর স্ত্রী কে নির্যাতন যৌতুক মামলায় স্বামী কারাগারে
-
পিরোজপুর প্রতিনিধি :
- আপডেট সময় ০৯:৪৯:২২ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
- ৫১৯ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ