কুমিল্লা জেলার সীমান্ত এলাকা থেকে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি) ২৭ লাখ ২৭ হাজার ৫৩০ টাকা মূল্যের অবৈধ ভারতীয় বাজি জব্দ করেছে। ১৬ মার্চ কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ জগন্নাথদিঘী বিওপির একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে। রবিবার (১৬ মার্চ) রাতে এই তথ্য নিশ্চিত করেন কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাহিদ পারভেজ। বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধের লক্ষ্যে নিয়মিত অভিযান চালানো হয়। এরই অংশ হিসেবে জগন্নাথদিঘী বিওপির টহলদল কুমিল্লা সীমান্তের পূর্ব ডিমাতলী নামক স্থানে অভিযান চালায়। এ সময় সীমান্ত শূন্য লাইন থেকে আনুমানিক ২০০ গজ ভেতরে বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ১ লাখ ১৯ হাজার ৩২৬ পিস অবৈধ ভারতীয় বাজি উদ্ধার করা হয়। জব্দকৃত বাজির মূল্য প্রায় ২৭ লাখ ২৭ হাজার ৫৩০ টাকা। বিজিবি জানায়, জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। বিজিবি’র পক্ষ থেকে বলা হয়েছে, সীমান্তে চোরাচালান ও অন্যান্য অপরাধ প্রতিরোধে তারা সতর্ক অবস্থান বজায় রেখেছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা বিজিবি’র সাফল্যে সাধুবাদ জানিয়েছেন এবং সীমান্তে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় বিজিবি’র অভিযানে ভারতীয় বাজি জব্দ
-
মোঃ মাহফুজ আনোয়ার, জেলা প্রতিনিধি কুমিল্লা
- আপডেট সময় ০৮:২৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
- ৫১৯ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ