পটুয়াখালীর রাঙ্গাবালীতে উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ মার্চ) বিকালে উপজেলা বিএনপির কার্যালয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সাধারন সম্পাদক হারুন অর হাওলাদারের সঞ্চালনায়। প্রধান অতিথি হিসেবে ভারচুয়ালে অংশগ্রহণ করে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজী,উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ হারুন আর রশিদ হাওলাদার ,রাঙ্গাবালী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান নান্নু,রাঙ্গাবালী উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ আসাদুজ্জামান অরুন মীর,যুবদলের সদস্য সচিব নিয়াজ আকন ও রাঙ্গাবালী উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাহরিয়ার সজীব মল্লিক।
এ ছাড়া ও উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেন, বিগত ১৫ টি বছর ফেসিস্ট হাসিনা যেই অত্যাচার নির্যাতনের মাধ্যমে বাংলাদেশকে একটি নরকে পরিণত করেছিলেন, আপনারা ১৫টি বছর কষ্ট করেছেন, মিথ্যা মামলা খেয়েছেন, এলাকা থেকে পালিয়েছেন, আপনাদের সম্পদ লুট করেছে, কিন্তু তার পরও আপনারা বিএনপি থেকে বিচ্ছিন্ন হননাই, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সারে ৬ টি বছর জেল খেটেছেন আনাদেরকে ছেড়ে বিদেশে যায়নাই, কিন্ত শেখ হাসিনা সকল নেতাদের ছেড়ে নিঃশ্বার্থপরের মতো ইন্ডিয়া গিয়ে পালিয়ে রয়েছেন।
অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।