তালিকাভুক্ত সাংবাদিকরা অস্থায়ী পাস ব্যবহার করে সোমবার (৩০ ডিসেম্বর) থেকে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (২৯ ডিসেম্বর) সচিবালয়ে এক আলোচনায় তিনি এ ঘোষণা দেন।
তিনি বলেন, “তালিকা অনুযায়ী সাংবাদিকরা আগামী ১৫ দিন অস্থায়ী পাস ব্যবহার করে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন। এর পর থেকে স্থায়ী পাস ইস্যু করা হবে, যা দিয়ে তারা নিয়মিতভাবে প্রবেশ করতে পারবেন।”
ঘোষণার সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) নেতারা।
ফোরামের সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব, সাধারণ সম্পাদক মাসউদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী আজাদ মাসুম এবং অন্যান্য নেতৃবৃন্দসহ প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক ফারুক আলম, সাংগঠনিক সম্পাদক তাওহীদুল ইসলাম, অর্থ সম্পাদক শফিউল্লাহ সুমন এবং কার্যনির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের জন্য সচিবালয়ে প্রবেশের নতুন এই ব্যবস্থা তাদের কাজের গতিশীলতা এবং স্বচ্ছতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।