জয়পুরহাটের পাঁচবিবিতে রবি/২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল সরিষা, গম, ভূট্টা, মশুর, পেঁয়াজ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুর বেলা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রণোদনাগুলো বিতরণ করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান।
এসময় বিশেষ অতিথি অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ শ্রী রাজেশ প্রসাদ রায়, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মুহাম্মদ হাসান আলী, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা সাইফুল ইসলাম ও কৃষক আব্দুস সালাম বক্তব্য রাখেন। সভা শেষে উপজেলার ৬৩১৫’জন কৃষকের প্রতিজনকে সরিষা-১ কেজি, গম-২০ কেজি, ভূট্টা-২ কেজি, মশুর-৫ কেজি, পেঁয়াজ বীজ-১ কেজি ও রাসায়নিকসার ডিএপি (১০-২০) কেজি এবং এমওপি ১০-৫ কেজি করে প্রদান করা হয়।