ঢাকা ১১:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১০ কোটি টাকা শুল্ক ফাঁকি, চট্টগ্রামে গাড়ি জব্দ কুমিল্লায় বিজিবির অভিযানে ফেন্সিডিল ও গাঁজা আটক সমাবেশে গিয়ে টাকা না পেয়ে বাড়ি ঘেরাও, ৫ প্রতারক আটক ডেপুটি রেজিস্ট্রার হয়েও নার্সিং ইনস্টিটিউট ব্যবসা নিলুফার ইয়াসমিনের বঙ্গোপসাগরে নিম্নচাপ, বাতাস ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে বৃদ্ধি পাচ্ছে সংস্কার কমিশনগুলো যেসব বিষয়ে বড়সড় পরিবর্তনের কথা ভাবছে রাজশাহীতে ব্যাটারী চালিত ভ্যানগাড়ীর সাথে মটরসাইকেলের সংঘর্ষে এক যুবকের-মৃত্যু কুমিল্লা মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের ১৬-তম আসরের উদ্বোধন তারেক রহমানের নেতৃত্বেই নিরাপদ আগামীর বাংলাদেশ: যুবদল সভাপতি মোনায়েম মুন্না জুলুম-অন্যায়কে বিএনপি প্রশ্রয় দেবে না

গোয়াইনঘাটের পাথর কোয়ারীতে যৌথবাহিনীর অভিযান : ৫০ হাজার টাকা অর্থদন্ড গ্রেফতার ২

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পাথর কোয়ারীতে যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ৩০টি বালু উত্তোলনকারী নৌকাসহ ২জন বালু শ্রমিককে গ্রেফতার করা হয়।
শুক্রবার (২৫ অক্টোবর) রাত ২টা থেকে সকাল সাড়ে ৬টা পর্যন্ত জাফলং ইসিএভুক্ত এলাকার জাফলং ব্রীজ পয়েন্ট, জাফলং চা বাগান, নয়াবস্তি ও কান্দুবস্তি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, প্রতিবেশ সংকটাপন্ন এলাকায় নির্বিচারে বালু ও পাথর উত্তোলন প্রতিরোধে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো: তৌহিদুল ইসলাম। এ সময় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: সাঈদুল ইসলাম উপস্থিত ছিলেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানে মোট ১০টি ইঞ্জিন নৌকা, ২০টি বার্কি নৌকা ও বালু লোডিং-আনলোডিং কাজে ব্যবহৃত লোহার ২ টি পুলি জব্দ করা হয়। অভিযানকালে ১টি নৌকার ২ জন শ্রমিককে আটক করা হয়। তারা হলেন, গোয়াইনঘাটের ডৌবাড়ী ইউনিয়নের বলেশ্বর গ্রামের ইজ্জত উল্লাহর ছেলে মোঃ আব্দুল মতিন (৩৫) ও একই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে নুরুল আমিন (২২)।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম জানান, জাফলং চা-বাগানের নদী তীরবর্তী মাটি ও বালু শ্রমিক দিয়ে কেটে সেগুলো জাফলংয়ের নয়াবস্তি ও কান্দুবস্তি এলাকায় স্তুপ করে রাখা হয়েছে। স্তুপীকৃত বালু ও পাথর পরিমাপ করতে প্রশাসনের পক্ষ থেকে সার্ভেয়ার নিয়োগ করা হয়েছে। তিনি জানান, গ্রেফতারকৃতদের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ০৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

এদিকে বালু ও পাথর উত্তোলন প্রতিরোধ কার্যক্রমের পাশাপাশি উপজেলার চোরাচালানের হটস্পট রাধানগর বাজার ও জাফলং চা-বাগান এলাকায় সেনাবাহিনী ও পুলিশসহ সম্মিলিত টহল অভিযান পরিচালনা করা হয়েছে। বালু ও পাথর উত্তোলন প্রতিরোধ কার্যক্রমের পাশাপাশি উপজেলার চোরাচালানের হটস্পট রাধানগর বাজার ও জাফলং চা-বাগান এলাকায় সেনাবাহিনী ও পুলিশসহ সম্মিলিত টহল অভিযান পরিচালনা করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১০ কোটি টাকা শুল্ক ফাঁকি, চট্টগ্রামে গাড়ি জব্দ

গোয়াইনঘাটের পাথর কোয়ারীতে যৌথবাহিনীর অভিযান : ৫০ হাজার টাকা অর্থদন্ড গ্রেফতার ২

আপডেট সময় ১১:০৭:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পাথর কোয়ারীতে যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ৩০টি বালু উত্তোলনকারী নৌকাসহ ২জন বালু শ্রমিককে গ্রেফতার করা হয়।
শুক্রবার (২৫ অক্টোবর) রাত ২টা থেকে সকাল সাড়ে ৬টা পর্যন্ত জাফলং ইসিএভুক্ত এলাকার জাফলং ব্রীজ পয়েন্ট, জাফলং চা বাগান, নয়াবস্তি ও কান্দুবস্তি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, প্রতিবেশ সংকটাপন্ন এলাকায় নির্বিচারে বালু ও পাথর উত্তোলন প্রতিরোধে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো: তৌহিদুল ইসলাম। এ সময় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: সাঈদুল ইসলাম উপস্থিত ছিলেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানে মোট ১০টি ইঞ্জিন নৌকা, ২০টি বার্কি নৌকা ও বালু লোডিং-আনলোডিং কাজে ব্যবহৃত লোহার ২ টি পুলি জব্দ করা হয়। অভিযানকালে ১টি নৌকার ২ জন শ্রমিককে আটক করা হয়। তারা হলেন, গোয়াইনঘাটের ডৌবাড়ী ইউনিয়নের বলেশ্বর গ্রামের ইজ্জত উল্লাহর ছেলে মোঃ আব্দুল মতিন (৩৫) ও একই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে নুরুল আমিন (২২)।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম জানান, জাফলং চা-বাগানের নদী তীরবর্তী মাটি ও বালু শ্রমিক দিয়ে কেটে সেগুলো জাফলংয়ের নয়াবস্তি ও কান্দুবস্তি এলাকায় স্তুপ করে রাখা হয়েছে। স্তুপীকৃত বালু ও পাথর পরিমাপ করতে প্রশাসনের পক্ষ থেকে সার্ভেয়ার নিয়োগ করা হয়েছে। তিনি জানান, গ্রেফতারকৃতদের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ০৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

এদিকে বালু ও পাথর উত্তোলন প্রতিরোধ কার্যক্রমের পাশাপাশি উপজেলার চোরাচালানের হটস্পট রাধানগর বাজার ও জাফলং চা-বাগান এলাকায় সেনাবাহিনী ও পুলিশসহ সম্মিলিত টহল অভিযান পরিচালনা করা হয়েছে। বালু ও পাথর উত্তোলন প্রতিরোধ কার্যক্রমের পাশাপাশি উপজেলার চোরাচালানের হটস্পট রাধানগর বাজার ও জাফলং চা-বাগান এলাকায় সেনাবাহিনী ও পুলিশসহ সম্মিলিত টহল অভিযান পরিচালনা করা হয়েছে।