রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগের দাবিতে বোরহানউদ্দিন উপজেলার টবগী ৩,৪ নং ওয়ার্ডের ছাত্রদল,যুবদল, সেচ্ছাসেবক দল, কৃষক দল, তরুণ দল বিক্ষোভ মিছিল করেছেন। কর্মসূচি থেকে রাষ্ট্রপতির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করার দাবি জানানো হয়েছে।
আজ ২২ অক্টোবর ২০২৪ আসর বাদ নতুন টবগী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক খোকন হাওলাদার, মাসুম সেজোয়াল,ও শ্রমিক দলের নেতা আলমগীর এর নেতৃত্বে নতুন হাকিমুউদ্দিন বাজার হয়ে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি সড়ক ঘুরে উত্তর টবগী রাস্তার মাথা সামনে এসে সমাবেশ করে। সেখানে বক্তব্যে রাখেন টবগী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোকন হাওলাদার ও মাসুম সেজোয়াল।
খোকন হাওলাদার বলেন- ‘রাষ্ট্রপতির মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় তিনি আছেন। ৫ আগস্টের বক্তব্যে তিনি স্পষ্ট করে বলেছেন যে হাসিনা তাঁর কাছে পদত্যাগপত্র দিয়েছেন। দুই মাস যেতে না যেতেই এখন এমন এক বক্তব্য দেওয়া হচ্ছে। এই বক্তব্য দেওয়া মানে অন্তবর্তীকালীন সরকারকে বিতর্কিত করার চেষ্টা। আমরা চাই, অনতিবিলম্বে তাঁকে যেন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করানো হোক এবং তাঁকে রাষ্ট্রদ্রোহিতার মামলায় বিচারের আওতায় আনা হোক।’
মাসুম সেজোয়াল বলেন- ‘আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে। তাদের বিচারের আওতায় আনতে হবে। ফ্যাসিজমের পুনর্বাসন কোনো জায়গাতেই চাই না।’
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র রাষ্ট্রপতি পাননি বলে গণমাধ্যমে খবর বের হয়েছে।এটা হচ্ছে মিথ্যাচার এবং এটা হচ্ছে ওনার শপথ লঙ্ঘনের শামিল। কারণ, তিনি নিজেই ৫ আগস্ট রাত ১১টা ২০ মিনিটে পেছনে তিন বাহিনীর প্রধানকে নিয়ে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ওনার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং উনি তা গ্রহণ করেছেন।