কুমিল্লা- সিলেট মহাসড়কে লবন ভর্তি ট্রাক উল্টে প্রাইভেটকারের ওপর পড়ে। এতে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়। গাড়ীতে কোন লোক না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় কোম্পানীগঞ্জ বাসটার্মিনালের উত্তরে ভয়াভহ এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, লবনভর্তি ডিস্ট্রিক্ট ট্রাকটি সিলেটের দিকে যাচ্ছিল। এসময় সিএনজি চালিত একটি অটোরিকশা ট্রাকের মুখে পড়ে। ড্রাইভার তাৎক্ষণিক সিএনজিকে বাঁচাতে গাড়ীটি রোড আউট হয়। এসময় মূল সড়কের পাশে মাটি না থাকায় ট্রাকটি উল্টে গিয়ে পার্কিং করা প্রাইভেটকারের ওপর পড়ে। তারা আরো জানায়, প্রাইভেটকারটি দিয়ে ড্রাইভিং শেখানো হয়। গাড়ীর মালিক রোডের বাহিরে রেখে চা খেতে গিয়েছিলেন এসে দেখেন গাড়ীর ওপর ট্রাক পড়ে আছে।
গাড়ীর হেলপার বলেন, ” আমরা চট্টগ্রাম থেকে লবন ভর্তি লোড গাড়ী নিয়ে সিলেট যাচ্ছিলাম। সিএনজিকে বাঁচাতে গিয়ে আমাদের গাড়ীটি উল্টে যায়। ভাগ্যিস আমরা বেঁচে যাই” !
মিরপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ মঞ্জুর আলম বলেন, ” খবর পেয় ঘটনাস্থলে গিয়েছি। গাড়ীটি উল্টে প্রাইভেটকারের ওপর পড়ে আছে। এ দূর্ঘটনায় কেউ হতাহত হয়নি “।