বৈষম্য বিরুধী ছাত্র আন্দলোনের সফলতা ৫ই আগস্ট ২০২৪ ইং দেশের পট পরিবর্তন হওয়ার পর বাংলাদেশকে সাজানো হয় নতুন ভাবে।
যেখানে বিগত আওয়ামীলীগের সময় মাদ্রাসার ছাত্রদেরকে হতে হয়েছিলো বৈষম্যর স্বীকার।সরকারে বা প্রসাশনের পক্ষ হতে সহোযোগীতা না পাওয়াতে খুব অসহায়ের মধ্য চলছিলো গ্রামের মানুষের প্রতিষ্ঠিত হাফিজিয়া মাদ্রাসা গুলো।নতুন ভাবে যেনো মাদ্রাসা গুলো অন্তত এক বেলা ভালো খেতে পারে তার জন্যই এই অসহায় মাদ্রাসার ছাত্রদের পাশে দ্বারালেন পাবনা নবনিযুক্ত পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খান।
পাবনা জেলা পুলিশ সুপার মোঃমোরতোজা আলী খানের প্রচেষ্টায় ডিবি সাব ইন্সপেক্টর মোঃ হাফিজের সহোযোগিতায় পাবনা সদর উপজেলার বিভিন্ন হাফিজিয়া ও এতিম খানাতে প্রায় পঁচিশ থেকে আঠাশ কেজি করে ইলিশ মাছ দেওয়া হয়। নবনিযুক্ত পুলিশ সুপারের এই মানবিক কাজের জন্য কৃতজ্ঞতা প্রকাশ ও সার্বিক কল্যান কামনা করেন মাদ্রাসার মুহতামিম ও স্থানীয়রা। আজকের দর্পণ পাবনা জেলা প্রতিনিধি ও সামাজিক সংগঠন তারুণ্যের অগ্রযাত্রা ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক জুবায়ের খান প্রিন্স, দৈনিক আমাদের মাতৃভুমি এর পাবনা জেলা প্রতিনিধি সাংবাদিক আব্দুল্লাহ আল মোমিন ও সাংবাদিক আলোমগীর হোসাইন অর্থ বিভিন্ন মাদ্রাসা ও এতিম ছাত্রদের মাঝে নবনিযুক্ত পুলিশ সুপারের উপহার ইলিশ মাছ পৌছে দিতে সার্বিক সহযোগিতা করেন।