শরীয়তপুরের জাজিরায় মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করার লক্ষ্যে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৭ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, ইলিশ আমাদের জাতীয় সম্পদ, এটিকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। আগামী ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা চলবে। তাই নিষেধাজ্ঞার এই সময়ে সকলকে ইলিশ আহরণ, মজুত এবং বেচা-কেনা থেকে বিরত থাকতে হবে। সঠিকভাবে মা ইলিশ রক্ষা অভিযান বাস্তবায়ন করা গেলেই ইলিশ সম্পদের উন্নয়ন করা সম্ভব হবে।
জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম লুনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া বিনতে সুলাইমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ, জাজিরা থানার ওসি আল আমিন সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতাকর্মী এবং মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।