ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমন ধান কাটার পর আলু চাষে লাভের ব্যাপারে শতভাগ আশাবাদী আত্রাইয়ের কৃষকেরা কুমিল্লায় যথাযথ মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস পালিত উচ্চ আদালতের রায় দ্রুত বাস্তবায়নের দাবি বেজমেন্ট ব্যবসায়ীদের ভোলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরীফ মোহাম্মদ সানাউল হকের বিদায় সংবর্ধনা যৌন হয়রানির অভিযোগে শিক্ষক অপসারণ দাবি জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর জেলা প্রশাসককে গাছের চারা উপহার দিলেন ইউএনও টঙ্গীতে সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরনের ফাঁসীর দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল। মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভ নির্মাণের নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ মমিন মুজিবুল হকের বিরুদ্ধে লেক ভিউ আবাসিক হোটেলের নামে চলছে নারী জুয়া ও মাদক ব্যবসা

খালেদা জিয়াকে মুক্তি না দিলে যেকোনো পরিণতির জন্য তৈরি থাকুন: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ক্ষমতাসীন আওয়ামী লীগের উদ্দেশে বলেছেন, খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জড়িয়ে ৬ বছর ধরে আটক রেখেছেন। পরিষ্কার করে বলতে চাই- দেশনেত্রীকে মুক্তি দিন, অন্যথায় যে কোনো পরিণতির জন্য তৈরি থাকতে হবে। এ দেশের মানুষ কখনো খালেদা জিয়াকে অন্যায়ভাবে বন্দি অবস্থায় থাকতে দেবে না।

শনিবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে তিনি এসব কথা বলেন।

দীর্ঘ আট মাস পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে পূর্বঘোষিত তিন দিনের কর্মসূচির প্রথম দিনে নয়াপল্টনে সমাবেশ করে বিএনপি।

নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, এ সরকার থাকা মানেই হচ্ছে দেশ ধ্বংস হওয়া, গণতন্ত্র ধ্বংস হওয়া। তাই নিজেদেরকে রক্ষা করতে হলে সামনের দিনে আন্দোলনকে তীব্র থেকে তীব্রতর করতে হবে। আন্দোলনের মাধ্যমেই এ দানব সরকারকে পরাজিত করতে হবে।

ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও ঢাকা জেলা ছাড়াও গাজীপুর জেলা ও মহানগর, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর, নরসিংদী, টাঙ্গাইল, মানিকগঞ্জের নেতাকর্মীরা মিছিল সহকারে সমাবেশে যোগ দেন। বেলা পৌনে ৩টায় পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়ে চলে সোয়া ৬টা পর্যন্ত।

আওয়ামী লীগের হাতে দেশ নিরাপদ নয় উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আজকে অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। ব্যাংকগুলোকে লুটপাট করে বিদেশে টাকা পাচার করে দিয়েছে। সাবেক সেনাবাহিনীর প্রধান আজকে দুর্নীতির সঙ্গে জড়িত। অবিশ্বাস্য লাগে যখন দেখি পুলিশ বাহিনীর প্রধান হাজার হাজার কোটি টাকার মালিক, এনবিআরের কর্মকর্তা কয়েক হাজার কোটি টাকার মালিক। সব এখন বেরিয়ে আসছে। কিন্তু আরও যারা বড় বড় রাঘব-বোয়াল, যারা এই চুরির হোতা তাদেরকে এখনো ধরা হচ্ছে না।

বিএনপি মহাসচিব বলেন, লক্ষ্য একটা দেশনেত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাই। কারণ দেশনেত্রী সারা জীবন দেশের জনগণের পাশে থেকে সংগ্রাম করেছেন। তিনি এ দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা।

নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, আন্দোলনের জন্য অনেকে অনেক ত্যাগ স্বীকার করেছেন। আপনাদের ত্যাগ দেশের গণতান্ত্রিক ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কিন্তু এটা এখন পর্যন্ত পর্যাপ্ত নয়। আমাদের রাজপথে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে। ভয়ে মারা যাওয়ার চাইতে সাহস করে প্রতিরোধ গড়ে তোলাই হচ্ছে একমাত্র কাজ।

ভারতের সঙ্গে ‘অসম চুক্তির’ সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ভারতে জন্য চুক্তি করেছেন, সবাই বলছেন এটা দেশের স্বার্থবিরোধী। আমরা পানি চাই, অধিকার চাই, সীমান্তে হত্যা বন্ধ চাই, সমস্যাগুলোর সমাধান চাই। তা না করে এই সরকার সবকিছুই বিলিয়ে দিয়েছেন।

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন- স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, এজেডএম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, নিতাই রায় চৌধুরী, আহমেদ আজম খান, ড. আসাদুজ্জামান রিপন, কেন্দ্রীয় নেতা জয়নুল আবদিন ফারুক, ফরহাদ হালিম ডোনার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, রুহুল কবির রিজভী, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আবদুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, কাজী সাইয়েদুল আলম বাবুল, শামসুর রহমান শিমুল বিশ্বাস, শিরিন সুলতানা, সালাউদ্দিন আহমেদ, ঢাকা মহানগর দক্ষিণের রফিকুল আলম মজনু, উত্তরের আমিনুল হক, মহিলা দলের আফরোজা আব্বাস প্রমুখ।

 

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমন ধান কাটার পর আলু চাষে লাভের ব্যাপারে শতভাগ আশাবাদী আত্রাইয়ের কৃষকেরা

খালেদা জিয়াকে মুক্তি না দিলে যেকোনো পরিণতির জন্য তৈরি থাকুন: ফখরুল

আপডেট সময় ১০:১৬:০৮ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ক্ষমতাসীন আওয়ামী লীগের উদ্দেশে বলেছেন, খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জড়িয়ে ৬ বছর ধরে আটক রেখেছেন। পরিষ্কার করে বলতে চাই- দেশনেত্রীকে মুক্তি দিন, অন্যথায় যে কোনো পরিণতির জন্য তৈরি থাকতে হবে। এ দেশের মানুষ কখনো খালেদা জিয়াকে অন্যায়ভাবে বন্দি অবস্থায় থাকতে দেবে না।

শনিবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে তিনি এসব কথা বলেন।

দীর্ঘ আট মাস পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে পূর্বঘোষিত তিন দিনের কর্মসূচির প্রথম দিনে নয়াপল্টনে সমাবেশ করে বিএনপি।

নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, এ সরকার থাকা মানেই হচ্ছে দেশ ধ্বংস হওয়া, গণতন্ত্র ধ্বংস হওয়া। তাই নিজেদেরকে রক্ষা করতে হলে সামনের দিনে আন্দোলনকে তীব্র থেকে তীব্রতর করতে হবে। আন্দোলনের মাধ্যমেই এ দানব সরকারকে পরাজিত করতে হবে।

ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও ঢাকা জেলা ছাড়াও গাজীপুর জেলা ও মহানগর, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর, নরসিংদী, টাঙ্গাইল, মানিকগঞ্জের নেতাকর্মীরা মিছিল সহকারে সমাবেশে যোগ দেন। বেলা পৌনে ৩টায় পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়ে চলে সোয়া ৬টা পর্যন্ত।

আওয়ামী লীগের হাতে দেশ নিরাপদ নয় উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আজকে অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। ব্যাংকগুলোকে লুটপাট করে বিদেশে টাকা পাচার করে দিয়েছে। সাবেক সেনাবাহিনীর প্রধান আজকে দুর্নীতির সঙ্গে জড়িত। অবিশ্বাস্য লাগে যখন দেখি পুলিশ বাহিনীর প্রধান হাজার হাজার কোটি টাকার মালিক, এনবিআরের কর্মকর্তা কয়েক হাজার কোটি টাকার মালিক। সব এখন বেরিয়ে আসছে। কিন্তু আরও যারা বড় বড় রাঘব-বোয়াল, যারা এই চুরির হোতা তাদেরকে এখনো ধরা হচ্ছে না।

বিএনপি মহাসচিব বলেন, লক্ষ্য একটা দেশনেত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাই। কারণ দেশনেত্রী সারা জীবন দেশের জনগণের পাশে থেকে সংগ্রাম করেছেন। তিনি এ দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা।

নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, আন্দোলনের জন্য অনেকে অনেক ত্যাগ স্বীকার করেছেন। আপনাদের ত্যাগ দেশের গণতান্ত্রিক ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কিন্তু এটা এখন পর্যন্ত পর্যাপ্ত নয়। আমাদের রাজপথে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে। ভয়ে মারা যাওয়ার চাইতে সাহস করে প্রতিরোধ গড়ে তোলাই হচ্ছে একমাত্র কাজ।

ভারতের সঙ্গে ‘অসম চুক্তির’ সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ভারতে জন্য চুক্তি করেছেন, সবাই বলছেন এটা দেশের স্বার্থবিরোধী। আমরা পানি চাই, অধিকার চাই, সীমান্তে হত্যা বন্ধ চাই, সমস্যাগুলোর সমাধান চাই। তা না করে এই সরকার সবকিছুই বিলিয়ে দিয়েছেন।

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন- স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, এজেডএম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, নিতাই রায় চৌধুরী, আহমেদ আজম খান, ড. আসাদুজ্জামান রিপন, কেন্দ্রীয় নেতা জয়নুল আবদিন ফারুক, ফরহাদ হালিম ডোনার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, রুহুল কবির রিজভী, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আবদুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, কাজী সাইয়েদুল আলম বাবুল, শামসুর রহমান শিমুল বিশ্বাস, শিরিন সুলতানা, সালাউদ্দিন আহমেদ, ঢাকা মহানগর দক্ষিণের রফিকুল আলম মজনু, উত্তরের আমিনুল হক, মহিলা দলের আফরোজা আব্বাস প্রমুখ।