ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমন ধান কাটার পর আলু চাষে লাভের ব্যাপারে শতভাগ আশাবাদী আত্রাইয়ের কৃষকেরা কুমিল্লায় যথাযথ মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস পালিত উচ্চ আদালতের রায় দ্রুত বাস্তবায়নের দাবি বেজমেন্ট ব্যবসায়ীদের ভোলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরীফ মোহাম্মদ সানাউল হকের বিদায় সংবর্ধনা যৌন হয়রানির অভিযোগে শিক্ষক অপসারণ দাবি জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর জেলা প্রশাসককে গাছের চারা উপহার দিলেন ইউএনও টঙ্গীতে সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরনের ফাঁসীর দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল। মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভ নির্মাণের নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ মমিন মুজিবুল হকের বিরুদ্ধে লেক ভিউ আবাসিক হোটেলের নামে চলছে নারী জুয়া ও মাদক ব্যবসা

বাজেটে নতুন করে লুট করার পরিকল্পনা করা হয়েছে: মান্না

ণকে নতুন করে লুট করার পরিকল্পনা করা হয়েছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বেনজির, আজিজ, এস আলমদের মতো সরকারের অলিগার্কদের লুটপাট, দুর্নীতির সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে। এই বাজেট দেশের অর্থনীতিকে আরও গভীর অন্ধকারে নিমজ্জিত করবে। বৃহস্পতিবার বাজেট ঘোষণার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি।

মান্না বলেন, নিয়মিত করদাতাদের যেখানে ৩০ শতাংশ পর্যন্ত কর দিতে হবে, সেখানে মাত্র ১৫ শতাংশ কর পরিশোধ করে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। সামান্য কর পরিশোধের বিনিময়ে অবৈধ সম্পদ, বাড়ি, ফ্ল্যাট বৈধ করার সুযোগ দেওয়া হয়েছে। অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে যেখানে সংকোচন নীতি গ্রহণ করার কথা, সেখানে মেগা প্রকল্পে বড় অঙ্কের খরচের পরিকল্পনা করা হচ্ছে। যার বড় অংশই চলে যাবে সরকারের মদদপুষ্ট লুটেরাদের পকেটে। আর বোঝা বাড়বে জনগণের।

তিনি আরও বলেন, যেখানে দেশের ব্যাংকগুলো ভয়াবহ তারল্য সংকটে ভুগছে, সেখানে সরকার এই ব্যাংকগুলো থেকে নতুন করে বিপুল পরিমাণ ঋণ নেওয়ার কথা ভাবছে। দেশীয় ঋণের পাশাপাশি বৈদেশিক ঋণের বোঝা আরও বাড়ানো হবে, যার নিচে পিষ্ট হবে সাধারণ মানুষ। বাজেটে ১ লক্ষ ২৮ হাজার কোটি টাকা রাখা হয়েছে ঋণের সুদ পরিশোধের জন্য।

মূল্যস্ফীতি কমানোর কোনো পরিকল্পনা নেই। বরং এই বাজেট বাস্তবায়ন হলে দ্রব্যমূল্য কয়েকগুণ বৃদ্ধি পাবে।

নাগরিক ঐক্যের সভাপতি বলেন, জনগণের উপর কর, শুল্কের বিশাল বোঝা চাপিয়ে অবাস্তব বাজেট ঘোষণা করে সরকার দেশের অর্থনৈতিক সংকট আড়াল করার চেষ্টা করছে। সামাজিক নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যের অপ্রতুল বরাদ্দ দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কোনো কল্যাণ বয়ে আনতে পারবে না। এই বাজেটে অবৈধ লুটেরা সরকারের লুটপাটতন্ত্রই আরেকবার স্বীকৃতি পেয়েছে।

 

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমন ধান কাটার পর আলু চাষে লাভের ব্যাপারে শতভাগ আশাবাদী আত্রাইয়ের কৃষকেরা

বাজেটে নতুন করে লুট করার পরিকল্পনা করা হয়েছে: মান্না

আপডেট সময় ১২:৫১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪

ণকে নতুন করে লুট করার পরিকল্পনা করা হয়েছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বেনজির, আজিজ, এস আলমদের মতো সরকারের অলিগার্কদের লুটপাট, দুর্নীতির সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে। এই বাজেট দেশের অর্থনীতিকে আরও গভীর অন্ধকারে নিমজ্জিত করবে। বৃহস্পতিবার বাজেট ঘোষণার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি।

মান্না বলেন, নিয়মিত করদাতাদের যেখানে ৩০ শতাংশ পর্যন্ত কর দিতে হবে, সেখানে মাত্র ১৫ শতাংশ কর পরিশোধ করে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। সামান্য কর পরিশোধের বিনিময়ে অবৈধ সম্পদ, বাড়ি, ফ্ল্যাট বৈধ করার সুযোগ দেওয়া হয়েছে। অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে যেখানে সংকোচন নীতি গ্রহণ করার কথা, সেখানে মেগা প্রকল্পে বড় অঙ্কের খরচের পরিকল্পনা করা হচ্ছে। যার বড় অংশই চলে যাবে সরকারের মদদপুষ্ট লুটেরাদের পকেটে। আর বোঝা বাড়বে জনগণের।

তিনি আরও বলেন, যেখানে দেশের ব্যাংকগুলো ভয়াবহ তারল্য সংকটে ভুগছে, সেখানে সরকার এই ব্যাংকগুলো থেকে নতুন করে বিপুল পরিমাণ ঋণ নেওয়ার কথা ভাবছে। দেশীয় ঋণের পাশাপাশি বৈদেশিক ঋণের বোঝা আরও বাড়ানো হবে, যার নিচে পিষ্ট হবে সাধারণ মানুষ। বাজেটে ১ লক্ষ ২৮ হাজার কোটি টাকা রাখা হয়েছে ঋণের সুদ পরিশোধের জন্য।

মূল্যস্ফীতি কমানোর কোনো পরিকল্পনা নেই। বরং এই বাজেট বাস্তবায়ন হলে দ্রব্যমূল্য কয়েকগুণ বৃদ্ধি পাবে।

নাগরিক ঐক্যের সভাপতি বলেন, জনগণের উপর কর, শুল্কের বিশাল বোঝা চাপিয়ে অবাস্তব বাজেট ঘোষণা করে সরকার দেশের অর্থনৈতিক সংকট আড়াল করার চেষ্টা করছে। সামাজিক নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যের অপ্রতুল বরাদ্দ দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কোনো কল্যাণ বয়ে আনতে পারবে না। এই বাজেটে অবৈধ লুটেরা সরকারের লুটপাটতন্ত্রই আরেকবার স্বীকৃতি পেয়েছে।