ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা অন্তিম পর্যায়ে চলে এসেছে। মঙ্গলবার সকাল থেকে শুরু হয় এই কার্যক্রম। বাংলাদেশ সময় অনুযায়ী, রাত সাড়ে ১১টা পর্যন্ত নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ৪৯১টি আসনের ফলাফল ঘোষণা করে।
এতে দেখা গেছে, বিজেপি একা পেয়েছে ২২৪টি আসন। কংগ্রেস পেয়েছে ৮৮টি আসন। সমাজবাদী দল পেয়েছে ৩৬টি আসন। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস পেয়েছে ২৮টি আসন। আর বাকি আসনগুলো পেয়েছে অন্যান্য দলগুলো।
নির্বাচন কমিশন সর্বশেষ আপডেটে জানিয়েছে, বিজেপি ২৪০টি আসনে জয় পেতে পারে। অপরদিকে কংগ্রেস পেতে পারে ৯৯টি আসন। যার অর্থ এককভাবে কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা পাবে না।
কিন্তু ২০১৯ সালের নির্বাচনে বিজেপি একাই ৩০২টি আসনে জিতেছিল। এর মাধ্যমে তারা দেশটিকে এককভাবে সরকার গঠনের যোগ্যতা অর্জন করেছিল। তবে এবার আর এমন ম্যাজিক দেখাতে পারেনি হিন্দুত্ববাদী দলটি।
কিন্তু বিজেপি তাদের ‘এনডিএ’ জোটে থাকা দলগুলোকে নিয়ে খুব সহজেই সরকার গঠন করতে পারবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতিমধ্যে সরকার গঠনের ঘোষণা দিয়েছেন।
ভারতে কোনো দল যদি এককভাবে সরকার গঠন করতে চায় তাহলে তাদের ৫৪৩টি আসনের মধ্যে ২৭২টি আসনে জয় পেতে হবে। এই সংখ্যা যদি কোনো দল না পায় তাহলে তারা জোট গঠন করে সরকার গঠন করতে পারবে।