আইসিসির টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর নবম আসর শুরু হয়েছে ওয়েস্ট ইন্ডিজ-যুক্তরাষ্ট্রে। রোববার স্বাগতিক যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যকার ম্যাচ দিয়ে কাপ লড়াইয়ের যাত্রা শুরু হয়।
বিশ্বকাপ শুরুর আগে শনিবার নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে হারিয়েছে ভারত। কিন্তু পিচ ও আউটফিল্ড দেখে খুশি নন ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়। তিনি জানিয়েছেন, তাদের কাজ কঠিন হতে চলেছে। এ মাঠেই গ্রুপ পর্বের তিনটি ম্যাচ খেলতে হবে তাদের।
আনন্দবাজার সূত্র জানায়, পিচ ও আউটফিল্ড দেখে খুশি নন ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়। বোর্ডের এক ভিডিওবার্তায় দ্রাবিড় বলেছেন— মাঠটা এখনো বেশ নরম। তাই খেলোয়াড়দের হ্যামস্ট্রিং এবং কাফ মাস্লে চাপ পড়তে পারে। তিনি বলেন, তাদের কাজ কঠিন হতে চলেছে। এ মাঠেই গ্রুপ পর্বের তিনটি ম্যাচ খেলতে হবে তাদের। আমাদের এটা নিয়ে আলাদা করে কাজ করতে হবে। খেলোয়াড়রা যাতে নিজেদের খেয়াল রাখে, সেটা দেখা আমাদের দায়িত্ব। পিচ দেখেও বেশ স্যাঁতসেঁতে মনে হয়েছে। দ্রাবিড় আরও বলেন, কম সময়ে যেভাবে বিভিন্ন পরিষেবা তাদের সামনে হাজির করা হয়েছে, তা প্রশংসা করার মতোই।
এ মাঠ নিয়ে একই কথা বলেছেন দলের অন্য দুই ক্রিকেটার শিবম দুবে ও আরশদীপ সিং। শিবম দুবে বলেছেন, খেলোয়াড়দের পক্ষে এই মাঠে খেলা সহজ হবে না। অন্যদিকে পেসার আরশদীপ সিংহ বলেছেন, যেহেতু বালির ওপরে এই মাঠ তৈরি করা হয়েছে, তাই সব সময় শরীরের ছন্দ বজায় রাখা জরুরি।