২০২২ সালের কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে থেকে বিদায় নেয় ব্রাজিল। হেক্সা জয়ের মিশনে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে শেষ চারে উঠতে ব্যর্থ হয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বিশ্বকাপ থেকে এমন বিদায় মেনে নিতে পারেননি দলের স্ট্রাইকার রিচার্লিসন। বিশ্বকাপ থেকে বিদায়ের পর নিজের মানসিক অবস্থা প্রসঙ্গে ইএসপিএন ব্রাজিলকে রিচার্লিসন বলেন, ‘আমি তখন কেবলই নিজের সেরা অবস্থায় বিশ্বকাপ শেষ করেছি। আমার মনে হচ্ছিল, আমি নিজের শেষ সীমায় পৌঁছে গেছি। আমি জানি না কেন, আমি নিজেকে মেরে ফেলতে চেয়েছি বলছি না, কিন্তু হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলাম এবং আমি হাল ছেড়ে দিতে চাচ্ছিলাম। এমনকি আমাকে মানসিকভাবে শক্তিশালী ভাবা হলেও বিশ্বকাপের পর মনে হচ্ছিল, সব ভেঙে পড়েছে।’ মৃত্য নিয়ে গুগলে সার্চ করেছিলেন এই টটেনহ্যাম তারকা। তিনি আরও বলেন, ‘আমার মনে হয়, থেরাপিস্টই আমার জীবন বাঁচিয়েছেন। আমি তখন শুধুই বাজে ব্যাপারগুলো নিয়ে ঘাঁটাঘাঁটি করছিলাম। এমনকি গুগলেও আমি সেই আজেবাজে বিষয়গুলো খুঁজে বেড়াচ্ছিলাম। আমি শুধু মৃত্যু নিয়ে আজেবাজে বিষয়গুলো খুঁজতাম।’
রিচার্লিসন বলেন, ‘আজ আমি বলতে চাই, আপনার যদি মনোবিদের প্রয়োজন হয়, তবে তার কাছে যান। কারণ, এভাবে নিজেকে মেলে ধরাটা ভালো। ফুটবল ও ফুটবলের বাইরের দুনিয়ার সামনে বিষয়টি নিয়ে আসায় আজ একজন থেরাপিস্ট আমাকে ধন্যবাদ দিয়েছেন। কারণ, আমরা পছন্দ করি বা না করি, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা জীবন বাঁচিয়ে দেয়।
সংবাদ শিরোনাম ::
বিশ্বকাপ ব্যর্থতার পর চরম হতাশাগ্রস্ত হয়ে পড়েন রিচার্লিসন
- আমাদের মার্তৃভূমি ডেস্ক :
- আপডেট সময় ০১:০৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
- ৫৬৭ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ