কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জেলহত্যা দিবসে ফুল দেওয়া কে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধো সংঘর্ষ হয়েছে ।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পাকুন্দিয়া পৌর বাজারের পাঠ মহল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। প্রায় ঘন্টাব্যাপী চলমান এ সংঘর্ষ বর্তমান এমপির অনুসারী উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক বদরুল আমিন(বদরুল), বর্তমান উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক এডভোকেট সোহরাব উদ্দিনের সমর্থক হোসেন্দী ইউনিয়ন যুবলীগ নেতা জাহাঙ্গীরসহ দুই পক্ষের কয়েকজন নেতা-কর্মী আহত হন।
অপরদিকে বর্তমানে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক এডভোকেট সোহরাব উদ্দিনের সমর্থকরা হাপানিয়া এলাকায় পলিগ্যান পাবলিক স্কুলের সামনে মিছিলে হামলার প্রতিবাদে সংক্ষিপ্ত সমাবেশ করেন। উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক এডভোকেট সোহরাব উদ্দিনের সভাপতিত্বে, মিটিং পরিচালনা করেন থানা আওয়ামীলীগের সদস্য আনার হোসেন।
এতে বক্তব্য রাখেন,যুগ্ম আহ্বায়ক ভিপি ফরিদ উদ্দিনের উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান, শামসুদ্দোহা, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক একরাম হোসেন টিপু, , উপজেলা ছাত্র লীগের সভাপতি মোঃ নাজমুল আলম, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ তুহিন, সদস্য আঃ কাইয়ুম প্রমুখ বক্তব্য রাখেন। পাকুন্দিয়া থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা নাহিদ হাসান (সুমন) ঘটনার সত্যতা নিশ্চিত করেন । তিনি বলেন ,বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে পাকুন্দিয়া বাজারে পরিস্থিতি শান্ত রয়েছে।