নাটোর জেলার বাগাতিপাড়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে ০৪ জন অসাধু পর্নোগ্রাফি বিক্রেতা গ্রেফতার করেছে র্যাব। র্যাব নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক, সিনিয়র সহকারি পরিচালক সঞ্জয় কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, সিপিসি-২, নাটোর ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল রবিাবার (১৫ অক্টোবর) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাগাতিপাড়া উপজেলার জামনগর, শালাইনগর, কালিকাপুর এবং পেড়াবাড়িয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় পর্নোগ্রাফি সংরক্ষণ এবং অর্থের বিনিময়ে এলাকার যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিকট বিক্রয় করায় সিপিইউ-০৪ টি, হার্ডডিক্স -০৫ টি ,এসএসডি কার্ড-০২ টিসহ জামনগর শাহাপাড়া গ্রামের তুজাম্মেল হকের ছেলে সম্রাট ইসলাম (২২) বাশঁবাড়িয়া শালাইনগর গ্রামের সুমন আলী (৩০), কালিকাপুর দিয়ারপাড়া গ্রামের নয়ন আলী (৩০), শালাইনগর পূর্বপাড়া গ্রামের রিপন আলী (৪০)কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা জব্দকৃত আলামতে পর্নোগ্রাফি সংরক্ষণ এবং অর্থের বিনিময়ে এলাকার যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিকট দীর্ঘদিন ধরে বিক্রয় করে আসছে বলে স্বীকার করে।