রামগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি ঘোষনা দেওয়ায় তৃর্ণমূলের নেতাকর্মী থেকে শুরু করে উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। গত শনিবার (২৯ অক্টোবর) রাতে কমিটি গঠনের সংবাদ পেয়ে নেতাকর্মীরা লক্ষ্মীপুর জেলা বিএনপিসহ কেন্দ্রীয় নেতাদের প্রতি ধন্যবাদ ও কৃতঞ্জতা প্রকাশ করেন।
লক্ষ্মীপুর জেলা বিএনপির আহবায়ক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, সদস্য সচিব শাহাব উদ্দিন সাবু ও যুগ্ন আহবায়ক এড.হাছিবুর রহমানের স্বাক্ষরে ৬১ সদস্য বিশিষ্ট উপজেলা ও ৪৭ সদস্য বিশিষ্ট পৌর বিএনপির এ কমিটি ঘোষনা করেন তারা।
নবগঠিত উপজেলা বিএনপির আহবায়ক কমিটিতে সাবেক উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি নাজিম উদ্দিন আহমেদকে আহবায়ক, আলহাজ্ব মোজাম্মেল হোসেন মজুকে সিনিয়র যুগ্ন-আহবায়ক, সাবেক সাধারন সম্পাদক মাহাবুবুর রহমান ভিপি বাহারকে সদস্য সচিব এবং পৌর কমিটিতে শেখ মোহাম্মদ কামরুজ্জামানকে আহবায়ক ও আলগীর হোসেন মিয়াকে সদস্য সচিব করা হয়।
দীর্ঘ কয়েক বছর পর রামগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি ঘোষনা দেওয়া ঝিমিয়ে পড়া বিএনপি যেনো ফিরিয়ে পেয়েছে প্রাণ উজ্জ্বলের নতুন সন্ধান। আগামী দিনে এই কমিটি মিছিল মিটিং ও আন্দোলনে ব্যাপক ভুমিকা রাখবে বলে মনে করেন তৃনমুল পর্যায়ের নেতাকর্মীরা।
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন-আহবায়ক মোজাম্মেল হোসেন মজু, সদস্য সচিব মাহবুবুর রহমান ভিপি বাহার, পৌর বিএনপি আহবায়ক শেখ কামরুজ্জামান বলেন, রামগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি কয়েক গ্রুপে বিভক্ত ছিল। আজ এই কমিটি ঘোষনা দেওয়া আমরা সকলে পূর্বের সকল বিভাজন ভুলে একই স্থানে এসে পৌঁছেছি। এতে আমাদের তৃনমুল থেকে শুরু করে পৌর ও উপজেলা পর্যায়ে সকল নেতাকর্মীদের মাঝে আনন্দের জোয়ার বইছে।